ভালো লাগা ১০টি বই Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ০২ মে, ২০১৫, ০৬:০০:৩৩ সন্ধ্যা



'বাইতুল্লাহর মুসাফির' - আবু তাহের মিসবাহ্

আলহামদুলিল্লাহ এ বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে, প্রথম যখন বইটি পড়তে চেয়েছি প্রচন্ড কেঁদেছি প্রতিটি শব্দ যেনো নূরের ছটাক্, যা আমার হৃদয়কে আলোকিত করে হৃদয়কে কাঁদিয়ে দেয় ভাসিয়ে দেয় আধ্যাত্মিকতার সমুদ্রে।

আবেগের তাড়নায় আমি যেনো আগাতে পারিনা আর।

বইটা খুললেই হাউমাউ করে কেঁদে উঠি, অঝোড়ে অশ্রু ঝরে আমারি আখি হতে।

আমার জীবনে যত বই পড়েছি সর্বশ্রেষ্ঠ বই এটি।

এক আল্লাহর বান্দার হজ্বের সফর নিয়ে বইটি, যে সফরটি হয়েছিলো হাফেজ্জী হুজুর (রহ.) এর সাথে।

বইটি পড়ে আমি হজ্জ্ব এর বীজ বুনেছি দোয়া চাই এ বীজ যেনো ফলদায়ক গাছে অংকুরিত হয়।

আমার ধারনা বইটি পড়লে কোন পাথর হৃদয়ের মানুষেরও মন গলে যাবে এবং সে অবশ্যই বায়তুল্লাহর মুসাফির হওয়ার নিয়ত করবেন এবং ফিরে আসবেন আলোর পথে।

মাওলানা আবু তাহের মিসবাহ্ যার সাহিত্য কথা মানুষকে রবের সাথে পরিচয় করিয়ে দেয়ঃ



-"হৃদয় যদি স্রস্টার ডাকে সাড়া দিতে পারে, হৃদয় যদি সৃস্টির সৌন্দর্যের বাণী শ্রবণ করতে পারে তাহলে তোমার সামনে পরম সত্যের প্রকাশ এবং সুপ্ত রহস্যের উদ্ভাস ঘটবে। তখন তোমার কলম জীবন্ত হবে, সৃজনশীল হবে।"

বই থেকে আমার ভালোলাগা কিছু শব্দমালাঃ

"আল্লাহকে বান্দা আর কী দিতে পারে দু'ফোঁটা অশ্রু ছাড়া!"

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক শুধু আবদিয়াত ও দাসত্বের নয়; বরং প্রেম ও ভালোবাসা এবং ইশক ও মুহাব্বাতেরও সম্পর্ক।

- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -

”যখন তোমার কোন ঠিকানা থাকেনা, নামাযকে বানাও তোমার ঠিকানা। যখন তোমার কোন আশ্রয় থাকে না তখন নামাযের আশ্রয় ভুলে যেয়ো না। নামাযের মাধ্যমে যাকে ডাকবে তিনিই তোমাকে দেবেন নিশ্চিত আশ্রয় ও ঠিকানা।"

- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -

কিতাবের হাজার পাতার চেয়ে আল্লাহর কোন নেক বান্দার ক্ষণিকের ছোহবত অনেক বেশী উপকারী।

কিতাব হয়তো জ্ঞান দান করে, কিন্তু ছোহবত দান করে অন্তর্জ্ঞান। অধ্যয়ন যদি হয় প্রদীপ, সান্নিধ্য হলো হৃদয়ে সেই প্রদীপের প্রজ্বলন।


- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -- - - - - - - - - -

"কেউ তা প্রকাশ করে ছন্দের ভাষায়, কেউ শুধু অশ্রুর ভাষায়, আর কারো বুকের ঢেউ শুধু বুকেই দোলা দেয়। দিন-রাত সে তার স্বপ্নের জগতে থাকে আত্মসমাহিত!"

“একজন বিদগ্ধ পাঠকের মন্তব্যঃ(১)

পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি। একটি সাদা কাগজে লেখকের কলমের আচড়ে কিছু দাগ কেটে যাওয়া । কিছু অক্ষর, কিছু শব্দের ব্যবহার । নির্দিষ্ট ভাষাভাষীদের জন্য তা বোধগম্য হয়। কিছু বই শুধু পড়ার জন্যই পড়া, কিছু বই আনন্দ লাভের উদ্দেশ্য, কিছু আবার জানার পরিধিকে করে সমৃদ্ধ। বাইতুল্লাহর মুসাফির !!! সুবহান আল্লাহ ! এ বইটিকে নিয়ে রিভিউ লিখার দুঃসাহস আমার নেই। শুধুমাত্র নিজের অভিব্যক্তি প্রকাশ করেই আমি ক্ষান্ত হয়ে যাবো। একজন লেখকের ভ্রমন এর বিবরণ কতটা জীবন্ত, ফুরফুরে আর হৃদয়গ্রাহী হওয়া যায় “বাইতুল্লাহর মুসাফির” না পড়লে বুঝানো যাবে না । হে পাঠক আপনি যদি বাংলা সাহিত্যের অমৃত স্বাদ পেতে চান তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ? হে পাঠক আপনি যদি সাহিত্য দিয়ে আপনার হৃদয়কে ঘায়েল করতে চান তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ? হে পাঠক আপনার জন্য করজোরে মিনতি রইলো রবের নিকট একবার হলেও যেনো মহান রব আপনাকে এই বইটি পড়ার সৌভাগ্য দান করেন । (১)”




'কায়সার ও কিসরা' - নসীম হিজাযী

-ইসলামিক সাহিত্যে নসীম হিজাযীকে আমার থেকে বেশি ভালো আপনারাই জানেন।

বইটি আমার সর্বোচ্চ ভালোলাগার মধ্যে একটি,

আইয়ামে জাহেলিয়াত এর আসেম নামে একজন যুবকের সংগ্রামী জীবনকাহিনী।

অনেক বড় বই সবার জন্য সুখপাঠ্য হবে।

কিছু কথা(২)

“আদী ও তার ছেলেরা ওমরকে খুঁজতে বেরিয়েছে এক প্রহর আগে । প্রদীপের ক্ষীণ আলোয় বসে আছে সামিরা । তার ডাগর আঁখিতে বেদনার ছাপ । সামিরা দুহাত উপরে তুলে দরদমাথা কণ্ঠে প্রার্থণা করছিলো : "ওগো মানাত! প্রথিবীর কোন কিছুই তো তোমার কাছে গোপন নেই । ভাইজান কোথায় আছে তা তুমিই জানো..."

..আসেম ভেবেছিলো ওমরকে পৌঁছে দিয়েই ফিরে যাবে সে । শান্তির দিনগুলো শেষ না হলেও আওসের কারো পক্ষে বনু খাজরাজের সীমায় পা রাখা নি:সন্দেহে অবাঞ্চিত ঘটনা...

....ইউসিবার প্রশ্নের জবাবে ইরজকে বিস্তারিত বলতে হলো, "মিসর থেকে সংবাদ পেয়েছি, আসেমের খোজ পাওয়া যাচ্ছেনা..." ইউসিবা চমকে তার দিকে তাকালো.. কিন্তু ইউসিবাকে কোন কথা বলার সুযোগ না দিয়েই বেড়িয়ে গেলো ইরজ । ....

নীলনদের উপত্যকা বেয়ে দক্ষিণ দিকে চলছিলো ইরানী লশকর......


বিস্তারিত ভাবে চমৎকার রিভঊ পড়ুন লিংক থেকেঃ(২)



গুলিস্তা - শেখ সাদী (রহ.)

অনেকেই অবাক হতে পারেন যে, এ বইটি কেনো ৩ নংএ আসলো,

সত্য এটা যে, গুলিস্তার সম্পূর্ণ বইটি পড়ার সৌভাগ্য আমার হয়নি, আল-কাউসার প্রকাশনী থেকে স্বল্পপরিসরে বের হওয়া একটি ছোট্ট বই পড়েছি মাত্র।

গুলিস্তার শিক্ষাগুলো জীবনে কাজে লাগানোর মত।



'পথের পাঁচালি' - বিভূতিভূষণ বন্দ্রোপাধ্যায়

- বাংলা সাহিত্যের অমর একটি বই, জীবন্ত সাহিত্য।

সাহিত্য জীবনের কথা কয়, এ বইটি না পড়লে বুঝতে পারতাম না। গরীব হিন্দু ব্রাক্ষণ পরিবারের বাবা মা এবং ছোট দুই ভাইবোন এর অভাবের সংসারের চিত্র নিয়ে বইটি।



শ্রীকান্ত - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

শ্রীকান্তর চারটি পার্ট এর মধ্যে প্রথম দুটি পার্ট পড়া হয়েছে তৃতীয় এবং চতুর্থ পার্ট পড়া হয়নি, কিন্তু সেটা পড়ার জন্য আমার মন ছটফট করছে, বারবার পড়ার মত বইটি।

ইন্দ্র, রাজলক্ষ্মী দুটো চরিত্র প্রথম পার্ট দুটিকে অসাধারণ ভাবে ফুঁটিয়ে তুলেছে। আমাকে ইন্দ্র চরিত্রটি বেশ আকর্ষণ করেছে। আমরা স্কুলে "নতুন দা" নামে একটি গদ্য এর পার্ট পড়েছি সেটা শ্রীকান্ত থেকেই নেয়া।

বই থেকে আমার ভালোলাগা কিছু শব্দমালাঃ

"আকাশ কুসুম আকাশেই শুকাইয়া গেলো"


"মড়ার কি জাত থাকে রে?"


"বড় প্রেম শুধু কাছেই টানে না- ইহা দূরেও ঠেলিয়া ফেলে"




দীপু নাম্বার টু - ড. জাফর ইকবাল

(৩) সংসারে দুজন ব্যক্তি - আব্বা ও দীপু। দীপু জানে ওর মা বেঁচে নেই। দীপুর বাবার খুব অদ্ভুত স্বভাব, কোনো জায়গাতেই বাবার তিন-চার মাসের বেশি থাকতে ভালো লাগে না। প্রতি বছর-ই দীপুর বাবা পোস্টিং নিয়ে নতুন নতুন জায়গায় যান; খুব স্বাভাবিক ভাবেই দীপুকেও বাবার সাথে ঘুরতে হয়। প্রতি বছর-ই সে ভর্তি হয় নতুন স্কুলে। এরই ধারাবাহিকতায় সে ক্লাস এইটে ভর্তি হয় নতুন স্কুলে। ভর্তির প্রথম দিনেই দীপুর ভালো লেগে যায় এই নতুন স্কুল। তারিক ছাড়া প্রায় সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তার। ঘটনাপ্রবাহে তারিক হয়ে ওঠে দীপুর ঘনিষ্ঠতম বন্ধু। এক পর্যায়ে দীপু জানতে পারে ওর মায়ের কথা। জানতে পারে, বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বহুদিন আগে আমেরিকা চলে গিয়েছিলেন। দেশে এসেছেন কয়েক দিনের জন্য। ছেলেকে দেখতে চেয়ে বাবাকে চিঠি লিখেছেন। দীপু একা একাই মায়ের সঙ্গে দেখা করার জন্য ঢাকায় যায়। মাকে পেয়ে দীপুর মধ্যে অদ্ভুত এক অনুভূতি জেগে ওঠে। তারপরও সে আবার ফিরে আসে বাবার কাছে। মা ফিরে যান আমেরিকায়। এদিকে দীপু জানতে পারে তারিকের অপ্রকৃতিস্থ মায়ের কথা। তারিকের স্বপ্ন টাকা আয় করে ওর মায়ের চিকিৎসা করাবে। এরপর শুরু হয় দুঃসাহসিক অভিযান। বুদ্ধি আর সাহস খাটিয়ে দীপু, তারিক আর ওদের বন্ধুরা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূর্তি পাচারকারী চক্রকে ধরিয়ে দেয়।(৩)



বলপয়েন্ট - হুমায়ুন আহমেদ।

- আত্মজীবনীমূলক বই পড়তে খুব ভালো লাগে,

একটি বই পড়ে যদি বিভিন্ন মজা পাওয়া যায় তবে লোভনীয়।

হুমায়ুন আহমেদ এমন একজন লেখক যার কোন একটি বই পড়লে বোঝার জন্য কোন লাইন দুইবার পড়তে হয়না।

এ বইটি পড়ে ওনার জীবনের বিভিন্ন ক্ষুদ্র অংশ জেনেছি, অকপটে বলেছেন তিনি "টাকার জন্যই লেখেন" মানে টাকা কামাই করাই তার লেখার উদ্দেশ্য।

বইটিতে অতিপ্রাকৃতিক দিক নিয়ে ওনার দৃষ্টিভঙ্গী, এবং ওনার ব্যাক্তিগত জীবনের বিভিন্ন দিক লেখক তুলে এনেছেন।

এক কথায় অনবদ্য একটি বই।



বাক্সের বাইরে - শরিফ আবু হায়াত অপু।

-বইটি না প্রবন্ধ না গল্প তবে আমার কাছে মনে হয়েছে এটা একটা ডায়রী। সহজ কথায় একেকটা লেখা একেকটা ব্লগ।

বইটি পড়ে আমার দৃষ্টিভঙ্গী পরিবর্তন হয়েছে। সম্পূর্ণ বইটি গবেষণামূলক এবং এতে বিভিন্ন ধরনের লেখা আছে।



আত্মার ব্যাধি ও তার প্রতিকার - হাকিম মুহাম্মাদ আখতার সাহেব

- নজরের হেফাজত করার জন্য অসাধারণ একটি বই,

এ বইটি বারবার পড়ার মত, এখানে এমন সব কৌশল দেয়া আছে যাতে একজন মানুষ তার নজরের ব্যাবহার এবং আত্মিক কলুষতা দূর করতে পারবেন। কেউ যদি প্রেম নামক অবৈধ এবং ধ্বংসকর রোগে আক্রান্ত হয় তাকে এ বইটি যদি পড়তে দেয়া হয় এবং সে বইটি মন দিয়ে পড়ে ইনশাআল্লাহ এ ধ্বংসকর রোগ থেকে সে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আর যাদের এমর রোগ নেই এরপড়ও বইটি পড়লে মহান রব্বুল কারীমের সাথে তাআল্লুক হবে ইনশাআল্লাহ। বইটি পরীক্ষীত।



রবিনসন ক্রুসো –

বাড়ি পালিয়ে জাহাজের সফরে যাওয়া এবং বিভিন্ন পথ পাড়ি দিয়ে সমুদ্র দূর্ঘটনায় নির্জন জঙ্গলে একাকী অলৌকিক ভাবে বেঁচে যেয়ে আটকা পড়া এক ব্যাক্তির সংগ্রামী জীবনকথা। তার বেঁচে থাকার লড়াই এবং সেই সমুদ্রের বন জঙ্গল থেকে ছাড়া পাওয়া ........

এ্যাডভেঞ্চার এ ভরপুর একটি বই।

(৪)”ক্রুসো ১৬৫১ সালের আগস্ট মাসে হালের (Hull) কুইন্স ডক থেকে সমুদ্র যাত্রা শুরু করে। এটি সে করে তার মাতা-পিতার ইচ্ছার বিরুদ্ধে, তারা চেয়েছিলো যে ক্রুসো কোন পেশায় নিযুক্ত হোক, সম্ভবত আইন পেশা। প্রথম যাত্রায় ঝড়ের কবলে পড়ে তার জাহাজ ধ্বংস হয়, তা সত্ত্বেও তার সমুদ্র যাত্রার আকাঙ্ক্ষা আগের মতই শক্তিশালী থাকে যার ফলশ্রুতিতে সে আবারও সমুদ্র যাত্রা করে। তার এই যাত্রাও দূর্যোগের মধ্য দিয়ে শেষ হয় কারণ তার জাহাজটি স্যালি (Salé) জলদস্যুরা তাদের নিজেদের অধিকারে নিয়ে নেয় এবং ক্রুসো একজন মুরের দাসে পরিণত হয়। দুই বছর পরে ক্রুসো একটি নৌকা নিয়ে জুরি নামের এক বালককে নিয়ে সেখান থেকে পালায়। পর্তূগীজ জাহাজের একজন ক্যাপ্টেন ক্রুসো এবং ঐ বালককে উদ্ধার করেন যে কিনা আফ্রিকার পূর্ব উপকূলের দূরে ছিলেন। ঐ জাহাজটি ব্রাজিল যাচ্ছিলো। ক্যাপ্টেনের সাহায্যে ক্রুসো সেখানে গিয়ে আবাদ করার সুযোগ পায়।

কয়েক বছর পরে ক্রুসো আফ্রিকা থেকে দাস আনার জন্য একটি অভিযানে যান কিন্তু পথিমধ্যে ঝড়ের কবলে পরে তাদের জাহাজ বিধ্বস্ত হয় এবং তিনি সমুদ্র থেকে ৪০ মাইল দূরে একটি দ্বীপে আশ্রয় নেন যেটি অরিনোকো নদীর মুখের কাছেই অবস্থিত। ক্রুসো দ্বীপটিকে আইল্যান্ড অফ ডেসপেয়ার (Island of Despair) নামে ডাকেন। ক্রুসোর বর্ণনাকৃত দ্বীপটি সম্ভবত টোবাগোর ক্যারিবিয়ান দ্বীপের উপর ভিত্তি করে বলা, যেহেতু ত্রিনিদাদ থেকে ঐ দ্বীপটি অল্প উত্তরে ভেনেজুয়েলা উপকূলের কাছে অরিনোকো নদীমুখের কাছে অবস্থিত। সে উত্তর অক্ষাংশ ৯ ডিগ্রী ২২ মিনিট পর্যবেক্ষণ করেন। সে ঐ দ্বীপে পেঙ্গুইন এবং সীল দেখেন। সে ছাড়া বাকী আর তিনটি প্রাণী ঐ দ্বীপে তার সাথে জীবিত রয়েছে- একটি হচ্ছে ক্যাপ্টেনের কুকুর এবং অন্য দুইটি বিড়াল। ক্রুসো তার হতাশাকে জয় করে ভাঙ্গা জাহাজ থেকে অস্ত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য দরকারী জিনিস নিয়ে আসেন এটি ডুবে যাওয়ার পূর্বে। সে একটি গুহার কাছে বেড়া দিয়ে তার বাসস্থান তৈরি করে। কাঠের ক্রসের উপর চিহ্ন দিয়ে সে ক্যালন্ডার তৈরি করেন। যেসব যন্ত্রপাতি সে জাহাজ থেকে উদ্ধার করেছিলো সেগুলো এবং কিছু সে নিজে লোহাকাঠ দিয়ে তৈরি করেছিলো সেগুলি দিয়ে সে শিকার শুরু করে, বার্লি এবং ধান উৎপাদন করেন, আঙ্গুর থেকে কিসমিস, মাটির জিনিস পত্র তৈরির কৌশল রপ্ত করেন এবং ছাগল পালন করেন। সে একটি তোতা পাখিও পুষেন। সে বাইবেল পড়তে শুরু করে এবং ধার্মিক হয়। সে ঈশ্বরকে ধন্যবাদ দেয় সব কিছু পাবার জন্য যদিও সে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন।

আরও কিছু বছর অতিক্রান্ত হওয়ার পরে ক্রুসো স্থানীয় নরখাদকের দেখা পায়, যারা মাঝেমধ্যে এই দ্বীপে আসে বন্দীদের হত্যা করে খাওয়ার জন্য। সে প্রথমে পরিকল্পনা করে যে সে তাদেরকে হত্যা করবে এই ধরণের জঘন্য কাজ করার জন্য। কিন্তু পরে সে বুঝে যে তাদেরকে হত্যা করার কোন অধিকার তার নেই যেহেতু তারা জেনে এই কাজ গুলো করছে না। সে কল্পনা করে যে, একজন অথবা দুইজন বন্দী নরখাদকদের কাছ থেকে উদ্ধার করে তার চাকর বানাতে। যখন সে দেখে যে একজন বন্দী তাদের কাছ থেকে পালিয়েছে, সে ঐ পলায়নকৃত লোককে সাহায্য করে এবং নরখাদকদের কাছ থেকে উদ্ধার করে। ক্রুসো তাকে শুক্রবারে পায় বলে তার নাম রাখে ফ্রাইডে। ক্রুসো তারপর তাকে ইংরেজি শেখায় এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। পরবর্তীতে যখন আরও স্থানীয় নরখাদক তাদের ঐ ভোজ উৎসব করতে আসে তখন ক্রুসো এবং ফ্রাইডে দুইজন মিলে নরখাদকদের বেশিরভাগকে হত্যা করে এবং আরও দুইজন বন্দীকে রক্ষা করে। তাদের একজন ফ্রাইডের বাবা এবং অপরজন একজন স্পেনীয় নাবিক, যিনি ক্রুসোকে জানান যে আরও একটি স্পেনীয় জাহাজ প্রধান ভুমিতে বিধ্বস্ত হয়েছে। তার পর তারা একটি পরিকল্পনা করেন এইভাবে যে, স্পেনীয় নাবিক এবং ক্রুসোর বাবা জাহাজ বিধ্বস্ত হওয়ার ঐ প্রধানভূমিতে যাবে এবং অন্য যারা আছে তাদের ফেরত এনে একটি জাহাজ তৈরি করে তারা সবাই মিলে স্পেন বন্দরের দিকে রওনা করবে।

স্পেনীয়রা (যাদেরকে আনতে যাওয়া হয়েছে) ফিরে আসার পূর্বেই একটি ইংরেজ জাহাজ আবির্ভাব হয়; এই জাহাজের বিদ্রোহীরা ঐ জাহাজটিকে নির্দেশ দিয়ে চাল্লাচ্ছে এবং বিদ্রোহীরা অভিপ্রায় করে যে তারা তাদের ক্যাপ্টেনকে এই দ্বীপে পরিত্যাক্ত অবস্থায় রেখে যাবে ফলে পুরো জাহাজ তাদের নিয়ন্ত্রণে থাকবে। ক্রুসো এবং ঐ ইংরেজ ক্যাপ্টেন তার জাহাজের নিয়ন্ত্রণ তার হাতে ফিরে পাবার জন্য একটি চুক্তি করে। তারপর ক্রুসো, ক্যাপ্টেন এবং ঐ ইংরেজ জাহাজের বিশ্বস্ত নাবিকেরা মিলে জাহাজটি তাদের আয়ত্তে নিয়ে আসেন এবং দুষ্ট ঐ বিদ্রোহীদের দ্বীপে রেখে যায়। ইংল্যান্ডে ফিরে যাবার পূর্বে ক্রুসো বিদ্রোহী নাবিকদের দেখান যে কিভাবে সে একাকী এই দ্বীপে টিকে ছিলো এবং বলে যান যে, আরও লোক এই দ্বীপে আসতে থাকবে। ক্রুসো ১৯শে ডিসেম্বর ১৬৮৬ সালে তার দ্বীপ ত্যাগ করেন এবং ১১ই জুন ১৬৮৭ সালে ইংল্যান্ডে পৌছায়। সে ফিরে এসে জানতে পারে যে তার পরিবার মনে করেছে যে সে মারা গেছে। ফলে তার বাবা উইলে তার জন্য কিছুই রেখে যাননি। ক্রুসো তারপর লিসবনে যান ব্রাজিলে তার এস্টেটের মুনাফা ফিরে পেতে এবং সেখান থেকে সে প্রচুর সম্পদ লাভ করেন। অবশেষে সে তার সম্পদ নিয়ে স্থল পথে আসেন সমুদ্র পরিহার করার জন্য। ফ্রাইডে তার সাথে ছিলো এবং পথিমধ্যে তারা ক্ষুধার্ত নেকড়ের সাথে শেষ একটি দুঃসাহসিক যুদ্ধের সম্মুখীন হয় যখন তারা পায়ারনিস (Pyrenees) পার হচ্ছিলো।“ (৪)

একটি কথা আমি এ পোষ্টটি লিখেছি শুধুমাত্র লিখা ভালো লাগায়।

এ ব্লগে অনেক রাজপড়ুয়া আছেন বিশেষ কোন নাম উল্লেখ করলাম না তবে অনেকেই আছেন যাদের হাজার হাজার বই পড়া আছে। আমার হাজার হাজার বই পড়া না থাকলেও অল্প কিছু বই ঠিকই পড়েছি আলহামদুলিল্লাহ।

আমি পড়তে প্রচুর ভালোবাসি।

আপনাদের কাছে আমার এটাই চাওয়া যে, আপনাদের ভালো লাগা কিছু বইয়ের নাম বলবেন, ইনশাআল্লাহ সে বইটি আমার লাইব্রেরী আলোকিত করবে ।


যখন আপনার দেয়া নামের বইটি আমার লাইব্রেরীতে দেখবো ঠিক তখন আপনার কথা মনে পরে যাবে।

(১)http://www.rokomari.com/book/7521

(২)http://www.somewhereinblog.net/blog/shornoblog/29200955

- কৃতজ্ঞতাঃ ব্লগার স্বর্ণলতা

(৩)http://bn.wikipedia.org/wiki/দীপু_নাম্বার_টু_%28উপন্যাস%29

(৪) http://bn.wikipedia.org/wiki/রবিনসন_ক্রুসো

(উৎসর্গঃ সাদিয়া আপু, যিনি রাজপড়ুয়া, টুডে ব্লগ এর একজন নক্ষত্র ব্লগিং শুরু করার পর থেকে আপুর কাছে আমি বিভিন্নভাবে কৃতজ্ঞ।

আল্লাহ আপুকে দ্বীনের খাদিমাহ হিসেবে কবুল করুন আমিন)

বিষয়: বিবিধ

৮৫৭৭ বার পঠিত, ১৯৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317773
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১১
পুস্পিতা লিখেছেন : বাইতুল্লাহর মুসাফির বইটি কি অনলাইনে পাওয়া যায়?
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
258899
আওণ রাহ'বার লিখেছেন : পিডিএফ অনলাইনে নাই তবে রকমারি থেকে অর্ডার করতে পারেন।Good Luck Good Luck Good Luck
http://www.rokomari.com/book/75214
অনেক ধন্যবাদ সর্বপ্রথম কমেন্টস করার জন্য।
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
০৩ মে ২০১৫ রাত ১১:২২
259192
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। বেশী বেশী লিখেন আপু। অনুরোধ রইলো।
317774
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআ'লাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!



'বায়তুল্লাহর মুসাফির' বইটির সন্ধান তোমার লিখাতেই আমি সর্বপ্রথম পেয়েছিলাম! তারপর ম্যাগাজিনে গিয়ে মাঝে মাঝে পড়েছি এবং তোমার পাঠানো লিংকগুলো পড়েও অনেক ভালোলাগায় আপ্লুত হয়েছি!

প্রতিটি বই সাথে সংক্ষিপ্ত এই বই পরিচিতি প্রতিটি লাইনকে আরো বেশী মর্যাদা ও তাৎপর্যপূর্ন করে তুলেছে! আমি প্রতিটি বই ব্যাক্তিগতভাবে সংগ্রহ করে আমার পাঠশালাকে সমৃদ্ধ করব ইনশা আল্লাহ!

তোমার এই দশটি বই এর তালিকা শুধু কোন তালিকাই নয় বরং একজন মানুষকে সুন্দর ও গঠনমূলক জীবন পরিচালনা করার জন্য যে সর্বমুখী জ্ঞানার্জনের প্রয়োজন এটি সেই ভারসাম্যপূর্ন তালিকা! চমৎকার এই তালিকার সংযোজনের জন্য আন্তরিক শুকরিয়া ছোট ভাইটিকে!

কি লিখব বুঝতে পারছি না! এতো ভালোলাগাময় সুকোমল প্রাপ্তি আমার জন্য? ভাবতেই আঁখিদ্বয়ে অশ্রুজলে সিক্ত হলাম!জীবনের কিছু কিছু প্রাপ্তি যা মনকে রাঙিয়ে যায় বারবার যা চিরসুন্দর, চির অম্লান হয়ে থাকে হৃদয়পটে এই অনুভূতিটি ঠিক সেই রকম! Angel

আল্লাহ তোমাকে একজন জ্ঞানপিপাসু হিসেবে, একজন তালিবুল ইলম হিসেবে, একজন দায়ী ইলাল্লাহ হিসেব, একজন আদর্শ মুসলিম হিসেব কবুল করে নিন এবং দ্বীনের পথে পথ চলা সহজ ও চিরকল্যানকর করে তুলুন ! আমিন! ইয়া রব্বুল আ'লামীন!

আমি সত্যি ব্যর্থ হচ্ছি নিজের সম্পূর্ন আবেগটুকু তুলে ধরতে! অনেক সময় খুব বেশি ভালোলাগায় আপ্লুত হলে আমি সঠিক ভাষা, বাক্য, প্রকাশভংগি সব খেই হারিয়ে ফেলি!

একটা অনুরোধ- শিরোনামে সবার উঁচু থেকে আমার নামটা লিখার সবশেষে যদি যোগ করো এই অধম কিঞ্চিৎ স্বস্থি বোধ করি!

অনিঃশেষ দোআ, শুকরিয়া ও শুভকামনা রইলো!

Good Luck Angel Praying Star Music Bee


০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
258912
আওণ রাহ'বার লিখেছেন :
আল্লাহ তোমাকে একজন জ্ঞানপিপাসু হিসেবে, একজন তালিবুল ইলম হিসেবে, একজন দায়ী ইলাল্লাহ হিসেব, একজন আদর্শ মুসলিম হিসেব কবুল করে নিন এবং দ্বীনের পথে পথ চলা সহজ ও চিরকল্যানকর করে তুলুন ! আমিন! ইয়া রব্বুল আ'লামীন!
আমিন ইয়া রব্বুল কারীম Praying Praying Praying Praying Praying

একটা অনুরোধ- শিরোনামে সবার উঁচু থেকে আমার নামটা লিখার সবশেষে যদি যোগ করো এই অধম কিঞ্চিৎ স্বস্থি বোধ করি!

আপু নাম এর স্থান চেঞ্জ করে দিয়েছি যদিও সেটা শিরোনাম এ বেশিই সুন্দর ছিলো বড় আপুর কথাই আদেশ তুল্য আর এত বড় অনুরোধ Angel Angel Angel
এত সুন্দর মন্তব্য জবাব দেয়ার ভাষা আমার নেই শুধু অশ্রুসজল চোখে ধন্যবাদ জানাই আপনার জন্যও দোয়া করি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে কবুল করে নিন আমিন।
Praying Praying Praying Praying Praying Praying
সত্যিই আপু এমন মর্মস্পর্শি শব্দের গাঁথুনি যুক্ত মন্তব্যের বীপরীতে শুধুই দোয়া করি আমিন। Praying Praying Praying Praying
০৩ মে ২০১৫ রাত ১১:৩১
259201
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুম্নি। এতো আবেগমথিত ভাষায় আওন্মনির জন্য দোয়া করেছো যে পড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আপু। তোমার জন্য হৃদয় নিংড়ানো দোয়া ও শুভেচ্ছা রইলো। ভালো থেকো খুব ভালো সবসময়। জাজাকাল্লাহু খাইর আপু।
317775
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
জোনাকি লিখেছেন : খুব ভালো লাগ্লো। এর মাঝে আমার ভালোলাগার বইও দেখছি। বাইতুল্লাহর মুসাফির কিনার ইচ্ছে থাক্লো।
আসসালামু আলাইকুম।
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
258921
আওণ রাহ'বার লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
হা এখানে কিছু কিছু বই আছে খুব ভালো লাগার মত।
আপনার পছন্দের দু একটি বই এর নাম বললে বইয়ের লিস্টটাও লম্বা হত।
বুবু কয়েকটি বইয়ের নাম কিন্তু চাই।
অনেক অনেক ধন্যবাদ ।
বাইতুল্লাহর মুসাফির পড়বেন জেনে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
০৪ মে ২০১৫ দুপুর ০২:১০
259309
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "ইরান তুরান কাবার পথে" এটাও পড়েছিলুম আপু! আপনার জন্য লিংক দিলাম ......
ভেঙ্গে গেলো তলোওয়ার (টিপু সুলতান?) - খুন রাঙ্গা পথ এর ধারাবাহিকতায় টিপু সুলতানের প্রতিরোধ আন্দোলনের ইতিহাস
খুন রাঙ্গা পথ
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
259352
জোনাকি লিখেছেন : অনেক ধন্যবাদ হ্যারি। প্রথমে খুন রাঙ্গা পথ তারপর টিপু সুলতান পড়লে ভালো হবে তাইনা?
মিঃ হ্যারি, "আল্লাহ্‌র পথে সৈনিক" বইটা যদি যোগাড় করে দেন অনেক দোয়া করতাম(ভালো বউ এর দোয়া) ভালো থাকুন। Happy Happy
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
259374
আওণ রাহ'বার লিখেছেন : "ইরান তুরান কাবার পথে"-নসিম হেজাজি-পড়িবো ইনশাআল্লাহ....জাজাকাল্লাহ বুবু অনুরোধ রক্ষা করার জন্য। Good Luck Good Luck Good Luck
০৪ মে ২০১৫ রাত ০৯:৫১
259401
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @জোনাকিপু - খুন রাঙ্গা পথ ও "ভেঙ্গে গেলো তলোওয়ার" পড়ে শেষ করেন আগে। Angel আশা করি ততদিনে “আল্লাহ্‌র পথের সৈনিক” এর ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ্! Waiting
আর "ভালো মুত্ত্বাক্বী বউ" এর দোআ করা শুরু করে দিন এখন থেকে! Love Struck এরকম দোআ করলেতো আপনার জন্য পাহাড় কেটে এনে দিতেও রাজী আছি! Big Grin Big Grin
০৪ মে ২০১৫ রাত ১১:২৭
259424
জোনাকি লিখেছেন : Happy Happy Happy Praying Praying Praying Good Luck Good Luck Love Struck Happy>- Happy>- Angel Angel
০৫ মে ২০১৫ দুপুর ০১:০৪
259517
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জোনাকি আপুনি। বইটি আপনার জন্য আপলোড করলাম এখানে। আমার জন্য বেশি বেশি করে দোআ করুন। Good Luck Good Luck Good Luck আল্লাহ্‌র পথের সৈনিকঃ নাজিব কিলানী - Download from this link Good Luck Good Luck Good Luck
০৫ মে ২০১৫ দুপুর ০১:০৮
259519
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Direct Download করার জন্য এখানে ক্লিক করুন। (আল্লাহ্‌র পথের সৈনিকঃ নাজিব কিলানী) অনুবাদ মুহাম্মদ আব্দুল মা’বুদ
০৫ মে ২০১৫ দুপুর ০২:৩৬
259527
জোনাকি লিখেছেন : ওয়াও!! এই বইটি কত যে খুজেছি! কি বলে যে ধন্যবাদ দিব! আল্লাহ্‌ চক্ষু মন শিতলকারী,দুনিয়া আখিরাত উজ্জ্বলকারী ঈমানদার বউ দাও হ্যারিকে,প্লিইইইজ! Praying
০৫ মে ২০১৫ দুপুর ০৩:২০
259535
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার দোআয় আমীন। Praying Praying

আপু ধন্যবাদ দেয়ার চেয়ে এই কাজটা করতে পারলে আমার অনেক ভালো লাগবে -- “আপনি নিজের জন্য যখন দোআ করবেন, তখন আমার জন্যও হিদায়াত এর দোআ করবেন।” Good Luck Good Luck @জোনাকিপু
০৫ মে ২০১৫ রাত ১০:০২
259602
আওণ রাহ'বার লিখেছেন : শুধু হারিকেনের জন্য দোয়া আওণ কই গেলো বুবু Crying Crying Straight Face Straight Face Crying Crying Crying Crying Crying
০৬ মে ২০১৫ রাত ০২:৪৮
259628
জোনাকি লিখেছেন : আল্লাহ্‌ চক্ষু মন শিতলকারী,দুনিয়া আখিরাত উজ্জ্বলকারী ঈমানদার বউ দাও আওণ কে,প্লিইইইজ!
আল্লাহ্‌ শান্তি, নিরাপত্তা, সম্মানে রাখুক দুই পারে।
টেক কেয়ার আওণ ভাইয়ু।
০৬ মে ২০১৫ রাত ১০:০৯
259752
আওণ রাহ'বার লিখেছেন : আমিন ইয়া রহমানুর রহীম।
মহান রব্বুল কারীম বুবুর মনের সব নেক আশাও কবুল করে নিন ।
আমিন ইয়া রব্ব Praying Praying Praying
317781
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
আকবার লিখেছেন : আপনি যে বই প্রেমিক-- জেনে বেশ ভাল লাগল--আপনার এই ভাল লাগা সারাজীবন থাকুক আপনার পথ চলায় -- এই আশা করছি--
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
258919
আওণ রাহ'বার লিখেছেন : এ নামটি যখন দেখি "আকবার" তখন থমকে যাই আমি। মন চায় "আকবার" ব্লগের মাঝে বেচে রউক চীরদিন।
অনেক দিন পর আসলেন দোয়ার দরখাস্ত রইলো।
আপনার জন্যও দোয়া করি থাকুন আলোকিত করে এ ভূবনটাকে।
শেষ কথা: আপনার কাছে আমার এটাই চাওয়া যে, আপনাদের ভালো লাগা কিছু বইয়ের নাম বলবেন, ইনশাআল্লাহ সে বইটি আমার লাইব্রেরী আলোকিত করবে । Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Happy Happy Happy
317783
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
শেখের পোলা লিখেছেন : কিছু উপকারি বইয়ের সন্ধান অবশ্যই৷ এর দুইটা অনেক আগে পড়েছিলাম৷ যাইহোক অনেকের বই পড়ার ইচ্ছাকে অবশ্যই আরও বাড়িয়ে দেবে৷ জ্ঞান অর্জনেের জন্য বই পড়ার বিকল্প নাই৷ কোরআন বুঝতেও জ্ঞানের প্রয়োজন, তাই জ্ঞান অর্জন জরুরী৷ ধন্যবাদ৷
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
258923
আওণ রাহ'বার লিখেছেন : অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইরান।
ভাইয়া আপনার ভালো লাগা দু একটা বইয়ের নাম জানালে আমার পাঠাগার ধন্য হতো।
জাজাকাল্লাহু খাইরান।Good Luck Good Luck Good Luck
317784
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
258924
আওণ রাহ'বার লিখেছেন : MOney Eyes MOney Eyes MOney Eyes Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up অনেক ধন্যবাদ থাংকু Good Luck Good Luck
০৩ মে ২০১৫ রাত ১২:৪১
258973
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Happy>- Crying
০৩ মে ২০১৫ বিকাল ০৫:৫২
259153
মেঘবালক লিখেছেন : ধন্যবাদ। আমি বইটি ডাউনলোড করলাম। ইনশাআল্লাহ বেঁচে থাকলে পড়বো।
০৩ মে ২০১৫ রাত ১১:৩২
259202
সন্ধাতারা লিখেছেন : জাজাকাল্লাহু খাইর মাই সান হ্যারি।
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
259372
আওণ রাহ'বার লিখেছেন :
জোনাকি লিখেছেন : অনেক ধন্যবাদ হ্যারি। প্রথমে খুন রাঙ্গা পথ তারপর টিপু সুলতান পড়লে ভালো হবে তাইনা?
মিঃ হ্যারি, "আল্লাহ্‌র পথে সৈনিক" বইটা যদি যোগাড় করে দেন অনেক দোয়া করতাম(ভালো বউ এর দোয়া) ভালো থাকুন।
317785
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক ধন্যবাদ ... বাদ বাদ...... Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out দারুন একটা পোস্ট করিয়াছো, আওনা আপুমণি। Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter আমার পছন্দের বউটি ডাউনলোড লিংক দিলাম উপ্রো Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
258918
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : #বইটি হবে.. Crying Crying
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
258925
আওণ রাহ'বার লিখেছেন : ও ও বুঝেছি ফুস্তিনাকে ভুলতে পারোনি .............. Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ মে ২০১৫ রাত ০৯:৪০
258943
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ফুস্তিনার চেয়ে সামিরার প্রেমে পড়েছিলুম আমি ...... বইটা পড়ার সময়! Love Struck Love Struck Love Struck Love Struck
317786
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার শব্দচয়ন মাশাআল্লাহ খুব সুন্দর। অভিব্যক্তি চমৎকার।
"আল্লাহকে বান্দা আর কী দিতে পারে দু'ফোঁটা অশ্রু ছাড়া!"
সত্যি এমন হৃদয়ছোয়া কথাটা আবারো চোখ ভিজিয়ে দেয় অথচ আমরা কত অকৃতজ্ঞ। ভাইয়া আমার পড়া সেরা বই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত "আলোর পরশ" আর "আফ্রিকী দুলহান"
আলোর পরশ বইটা রায়হান ও সাইফুন নামের দুজন কুরাইশ যুবক-যুবতীর ইসলাম গ্রহণের কাহিনী ও তৎকালীন ইসলামী ইতিহাসের পেক্ষাপটকে কেন্দ্র করে লিখিত। আমার এখনো মনে আছে আমার বড় ভাইয়া যিনি মূলত ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলেন ইসলামকে খুব একটা ভালো চোখে দেখতে চাইতেননা তাকে আমি বইটা নিছক গল্প বই হিসেবে পড়ার জন্য দিয়েছিলাম তিনি সারা রাত ধরে বইটা পড়েছেন ভোরে তিনি ফজর নামাজ পড়লেন। তিনি অবাক হয়েছিলেন বইটা পড়ে।
০২ মে ২০১৫ রাত ০৮:০৫
258929
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়া ফী আখিরাহ।
নিশ্চই আপনার গঠণমূলক মন্তব্যটি আমার পাঠাগার কে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।
"আলোর পরশ" আর "আফ্রিকী দুলহান" এর যে রিভিউ দিলেন এখনি আমার মন চাচ্ছে বইটি পড়তে।
অনন্য কমেন্টস ইনশাআল্লাহ বই দুটি খুব দ্রুত সংগ্রহ করবো।
আপনার বড় ভাইয়ার জন্যও খুব দোয়া রইলো।
সামনে রমজানে ইসলামিক বই মেলা আছে।
কিন্তু এত দেরি সইবেনা অনলাইন ঘাটাঘাটি করেই পাবি ইনশাআল্লাহ সফট কপি।
"আল্লাহকে বান্দা আর কী দিতে পারে দু'ফোঁটা অশ্রু ছাড়া!"
এই বাক্যটি বাইতুল্লাহর মুসাফির থেকে নেয়া।
শুকরিয়া অনেক অনেক ভাইয়া।Happy Happy
০৩ মে ২০১৫ রাত ১১:৩৯
259205
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। "আলোর পরশ" আর "আফ্রিকী দুলহান" পড়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভূত হচ্ছে। জাজাকাল্লাহু খাইর ভাপু। Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
০৪ মে ২০১৫ দুপুর ১২:১৮
259301
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
@ঘুম ভাঙাপু - নিচের লিংক এর বইগুলো ঠিক আছে কিনা একটু যাচাই করে দেখবেন? প্লীজ।
Africar Dulhan by Sadek Hossain
Alor Porosh by MA Hashem IFB
০৪ মে ২০১৫ বিকাল ০৪:২৭
259335
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আলোর পরশ এম এ হাশেম খান এর লেখা মনে হচ্ছে ঠিক আছে কিন্তু আফ্রিকী দুলহান তো শো করছেনা। সেটিও ইসলামিক ফাউন্ডেশন থেকেই প্রকাশ করা। মূলত সেটি উসমান (রাঃ) এর সময় আফ্রিকা জয়কে কেন্দ্র করে লিখিত। ফাতিমা আপি আলোর পরশ বইটা অবশ্যই পড়া উচিত। অসাধারণ একটা বই। প্রতিটা লাইন এত জীবন্ত আর বাস্তব যে একটা লাইন থেকেও চোখ ফেরানো যায়না। Good Luck Good Luck
০৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৭
259340
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ঘুম ভাঙাপু/ভাইয়া - ওটা Direct Download Link ছিলো তাই। এখানে দেখুন - Africar Dulhan by Sadek Hossain (পরশমণি প্রকাশন) Click this link
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
259376
আওণ রাহ'বার লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ হারিকেন কে এত সুন্দর বইগুলোর পিডিএফ লিংক দেয়ার জন্য।
জাজাকাল্লাহ ডাউনলোড করেছি এবং পড়বো সবগুলো ইনশাআল্লাহ..Good Luck Good Luck Good Luck
317788
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
আত্মার ব্যাধি ও তার প্রতিকার - হাকিম মুহাম্মাদ আখতার সাহেব - Day Dreaming Day Dreaming
বইটি পরীক্ষীত। Chatterbox Chatterbox


কারে নিয়ে পরিক্ষা করেছোগো আপুমণি? আমাদের আওণ আপা কি প্রেমে ট্রেমে পড়ছিলো নাকি? Yahoo! Fighter Yahoo! Fighter যতদুর মনে পড়ে.... রাতের বেলায় একবার একটা খাদে পড়ছিলো! Love Struck Love Struck পা ভাইঙ্গা লেঙ্গড়া হয়ে বসে থাকছিলো বাসায়। হিহিহি Skull Skull Big Grin Big Grin
০২ মে ২০১৫ রাত ০৮:০৮
258930
আওণ রাহ'বার লিখেছেন : এ লেখকের কিছু শব্দ তোমার উপর পরীক্ষা করা সংক্ষীপ্ত ভাবে।
আর ব্যাপকভাবে আমার একজন ভাইয়ার উপর কঠিন ভাবে পরীক্ষীত ।
জাজাকাল্লাহ। Happy Happy Happy
"ব্যাথার মর্ম সেই বোঝে যে সমব্যাথী হয়" কি মনে পড়ে ..Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ মে ২০১৫ রাত ১১:২১
258969
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "ব্যাথার মর্ম সেই বোঝে যে সমব্যাথী হয়" Surprised Surprised Frustrated Frustrated Surprised Surprised এটার মানে কি? Rolling Eyes Talk to the hand
০৩ মে ২০১৫ দুপুর ১২:৩৩
259095
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১০
317789
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
জোনাকি আপু লিখেছেন : খুব ভালো লাগ্লো। এর মাঝে আমার ভালোলাগার বইও দেখছি। বাইতুল্লাহর মুসাফির কিনার ইচ্ছে থাক্লো। Give Up Give Up
আসসালামু আলাইকুম। ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. Day Dreaming Day Dreaming
০২ মে ২০১৫ রাত ০৮:০৮
258931
আওণ রাহ'বার লিখেছেন : Praying Praying Praying Praying Praying Praying Praying Praying জাজাকাল্লাহ ঠিক করে দিয়েছি।
Praying Praying Praying Praying Praying
০৪ মে ২০১৫ সকাল ০৯:৩৩
259261
জোনাকি লিখেছেন : Happy Winking ;Winking Love Struck Tongue Surprised Smug Worried Crying Straight Face Angel Talk to the hand Rolling Eyes Don't Tell Anyone Clown Yawn :Thinking Applause 3:-O ~:> Good Luck (~~) *-Happy =Happy Frustrated Praying MOney Eyes Liar Happy>- :D/ Yahoo! Fighter Yahoo! Fighter Broken Heart Rolling on the Floor <:-P Waiting phbbbbt Winking) thanks for হ্যারি পটার
০৪ মে ২০১৫ দুপুর ০২:০৯
259308
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
259375
আওণ রাহ'বার লিখেছেন : হ্যারি পটার Day Dreaming Day Dreaming Day Dreaming Waiting Waiting Waiting Waiting Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Big Hug Big Hug Big Hug
১১
317794
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : উৎসর্গঃ সাদিয়া আপু Applause Applause
০২ মে ২০১৫ রাত ০৮:০৮
258932
আওণ রাহ'বার লিখেছেন : Praying Praying Love Struck Love Struck Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Good Luck Good Luck Good Luck Good Luck Praying Praying Praying
১২
317797
০২ মে ২০১৫ রাত ০৮:১২
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনটা চেয়েছিলো অন্তত আজকের পোষ্টটা স্টিকি হয় যেনো সবার কাছ থেকে জ্ঞানের মুক্তা কুড়িয়ে নিতে পারি।
বিডি ব্লগের মডু মামা/মামীদের অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইরান।
০২ মে ২০১৫ রাত ১১:০৯
258962
আবু জান্নাত লিখেছেন : এই খুশির দিনে FB এড্রেসটা দিয়ে দেন।
০৩ মে ২০১৫ সকাল ০৯:০৬
259024
আওণ রাহ'বার লিখেছেন : আবু জান্নাত ভাইয়া@ আপনার ফেবু এড্রেসটা দেন প্লীজ আমি আপনাকে এড দিয়ে ম্যাসেজ দিচ্ছি।
জাজাকাল্লাহু খাইরান Good Luck Good Luck Good Luck
১৩
317802
০২ মে ২০১৫ রাত ০৮:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি। তোমার অসাধারণ আবেগমথিত মূল্যবান লিখাটি ভীষণভাবে আন্দোলিত, উদ্দীপ্ত ও উদ্বেলিত করলো আমাকে। অনেক হৃদয়স্পর্শী ও গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ্‌।


লিখাটির ভিতরে প্রবেশ করে মনটা অসম্ভব মুগ্ধতায় ভরে উঠলো। অনন্য নির্বাচন। যা তোমার অনুপ্রেরণায় ও উৎসাহে কিছুটা আগাম পড়ার সৌভাগ্য হয়েছে আমার। অন্তর থেকে শুধুই অফুরন্ত দোয়া তোমার জন্য।

আমাদের লিখা ও পড়ার জগতকে আলোদানে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে এই পোষ্টটি আলহামদুলিল্লাহ্‌।
Thumbs Up Thumbs Up Thumbs Up Bee Bee Bee Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Rose Rose Rose Rose
০২ মে ২০১৫ রাত ১০:১১
258947
আওণ রাহ'বার লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.....
খাম্মুনি অনুপ্রাণিত ও উৎসাহজনক মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া জাজাকাল্লাহ Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose Rose Rose Rose
অন্তর থেকে শুধুই অফুরন্ত দোয়া তোমার জন্য। দোয়ায় আমীন Praying Praying Praying Praying Praying সত্যিই কিছু কিছু শব্দমালা অন্তর কেড়ে নেয়। জাজাকাল্লাহ Good Luck Good Luck Good Luck
১৪
317803
০২ মে ২০১৫ রাত ০৯:০০
সন্ধাতারা লিখেছেন : অসাধারণ এবং মূল্যবান এই লিখাটি সবাইকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য সন্মানিত মডারেটরবৃন্দগণকে আন্তরিক অভিনন্দন ও সালাম। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up


০২ মে ২০১৫ রাত ১০:১৩
258948
আওণ রাহ'বার লিখেছেন : মডু মামা এবং মামীদের অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহ Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck খাম্মুনি
১৫
317804
০২ মে ২০১৫ রাত ০৯:০৮
সন্ধাতারা লিখেছেন : ষ্টিকি পোষ্টের জন্য অন্নেক অন্নেক দোয়া, শুভেচ্ছা ও আভিনন্দন......




০২ মে ২০১৫ রাত ১০:২০
258949
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়া ফী আখিরাহ।
খাম্মুনি আপনার জন্য মাত্র এককাপ কফি।

০২ মে ২০১৫ রাত ১০:৪৫
258958
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কফির উপর আবার পেয়াজ কাটা কেনু? Day Dreaming Chatterbox @আওণ পাজি Hot Hot Hot
০৩ মে ২০১৫ সকাল ০৯:০৭
259025
আওণ রাহ'বার লিখেছেন : চাষাভূষা মানুষ আমি তবে আমার হৃদয় কেটে খাম্মুনিকে কফি খেতে দিয়েছি তবে মাত্র এককাপ কিন্তু।Praying Praying Praying
০৩ মে ২০১৫ রাত ১১:৪৮
259207
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি। আমার ছেলের হাতের কফি! দেখেই তো মায়ের আত্মাটা আনন্দে ভরে উঠলো!
চোখের পানিতে দিল ভরে পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনা করি উনি যেন তোমাকে বায়তুল্লাহ শরীফ সফরের মোকছেদ পূর্ণ করেন এবং সেইসাথে তোমার সমস্ত নেক ইচ্ছাগুলো কবুল করে নেন। আমীন।
Good Luck Good Luck Good Luck
০৪ মে ২০১৫ রাত ০৯:৫০
259400
আওণ রাহ'বার লিখেছেন : আমিন ইয়া রব্বুল কারীম।Praying Praying Praying
১৬
317806
০২ মে ২০১৫ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ!!!
প্রথমটা ছাড়া বাকিগুলি পড়েছি।
"কায়সার ও কিসরা" বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ।
ছুটছে ঘোড়া। উড়ছে ধুলো। পেছনে ধেয়ে আসছে খুনির মিছিল। কোথায় পালাবে আসেম? চারদিকে হাহাকার। গোত্রে গোত্রে যুুদ্ধ। মরুর বাতাসে মানবতার করুন কান্না। ম্লান চোখে তাদের অননন্ত প্রতিক্ষা। কবে কাটবে এই বিভিষিকার রাত? কবে? কোনদিন?
০২ মে ২০১৫ রাত ১০:৩৬
258952
আওণ রাহ'বার লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আমাদের টুডে ব্লগের সবুজ ভাইয়া হচ্ছেন শাহী মেজাজের পড়ুয়া।
ভাইয়া আপনাকে কাছে পেলে ১নম্বর বইটা আমার পক্ষ থেকে হাদিয়া দিতাম।
সত্যিই অনন্য একটা বই ।
কায়সার কিসরা বইটি নিয়ে সামু ব্লগে খুব সুন্দর রিভিউ আছে, নিচের লিংক এ:
http://www.somewhereinblog.net/blog/shornoblog/29200955

আপনি আমার কাছে বাইতুল্লাহর মুসাফির হাদিয়া নিবেন ইনশাআল্লাহ।
আর ভাইয়া প্লীজ আপনার ভালো লাগা বই নিয়ে একটা পোষ্ট দেন।
অন্তত কিছু ভালো বইয়ের নাম বলবেন ।যাতে আমাদের পাঠাগার ও আলোকিত হয়।
জাজাকাল্লাহু খাইরান ভাইয়া।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
০২ মে ২০১৫ রাত ১১:১২
258964
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেষ্টা করব ইনশাআল্লাহ!
কিন্তু আপনার মত হয়ে যেতে পারে তখন আবার নকল বলবেন নাতো!!!
০২ মে ২০১৫ রাত ১১:২০
258968
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ মে ২০১৫ সকাল ০৯:০৯
259026
আওণ রাহ'বার লিখেছেন : চেষ্টা নয় ভাইয়া দিতেই হবে। তাড়াতাড়ি পোষ্ট করুন।Good Luck Good Luck
নকল আর দশকল কিছুই হবেনা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭
317807
০২ মে ২০১৫ রাত ০৯:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :

পিচ্চিটাকে অনেক আদর লাগে!
০২ মে ২০১৫ রাত ১০:৩৭
258953
আওণ রাহ'বার লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue
০২ মে ২০১৫ রাত ১০:৩৭
258954
আবু জান্নাত লিখেছেন :
১৮
317808
০২ মে ২০১৫ রাত ০৯:৪৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
Yahoo! Fighter Yahoo! Fighter ইহা আওণ আপুনির জন্য! Yahoo! Fighter Yahoo! Fighter
০২ মে ২০১৫ রাত ১০:৩৮
258955
আওণ রাহ'বার লিখেছেন :
০২ মে ২০১৫ রাত ১১:১৫
258965
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এখানে আবার কুড়াকুড়ি হচ্ছে কেনু? Time Out Time Out Time Out Time Out যে খানে আছো, সে খানেই মারো! সাবধান ভুলেও আর উপ্রের দিকে যেও না, স্টিকি নেকলেস এ লাগবে! Time Out Time Out Time Out Time Out
১৯
317816
০২ মে ২০১৫ রাত ১০:১৭
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পোষ্টটি ৭টায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম স্টিকি হওয়ার মত পোষ্ট, কিন্তু কাষ্টমারের ভিড়ে মন্তব্য করতে পারি নাই. কিছুক্ষণ পূর্বে এসে দেখি পোষ্টটি নির্বাচিত হয়েছে। মডারেশন প্যালেনদের অনেক অনেক ধন্যবাদ। সুন্দর পোষ্টটির জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছ। জাযাকাল্লাহ খাইর, আমি আপনাকে মাওলানা ভাই কি এমনিতেই বলেছি? Rose Rose Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০৩ মে ২০১৫ সকাল ০৯:১৮
259027
আওণ রাহ'বার লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.....
শ্রদ্ধেয় আলেম ভাইয়া আমি মাওলানা নই তবে মাওলানাদের আশেপাশে ঘুড়ঘুড় করি বিশেষ করে মুফতী তাজুল ইসলাম দা.বা (শাইখুল হাদীস জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ) আমার অনেক প্রিয় মানুষ।
আপনার ব্যাস্ততা সত্বেও আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ ভাইয়া। সত্যিই এমন আন্তরিকতা আমার জীবনে অনেক অনেক বড় পাওয়া।
জাজাকাল্লাহু খাইরান ইয়া আখিউল কাবীর জাজাকাল্লাহ আহসানুল জাজা।
মডু মামাদের অনেক ধন্যবাদ Love Struck Love Struck
ভাইয়া আপনার ফেবু আইডিটা আমাকে একটু দিবেন প্লীজ আমি আপনাকে ম্যাসেজ দিচ্ছি ফেবুতে।
অনেক অনেক শুকরিয়া রইলো বড় ভাইয়া।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৩ মে ২০১৫ সকাল ১১:৩৯
259063
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া রিকুয়েস্ট দিয়েছি ইনবক্স চেক করেন প্লিজ। জাজাকাল্লাহ। Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
২০
317817
০২ মে ২০১৫ রাত ১০:৩২
আবু জান্নাত লিখেছেন : নসীম হিজাযীর কিছু বই আমি পড়েছি, তন্মধ্যে আঁধার রাতের মুসাফির, শেষ বিকালের কান্না, মরু সাইমুম, হিজাযের কাফেলা, সীমান্ত ঈগল, কায়সার ও কিসরা, ভারত অভিযান, টিপু সুলতান উল্লেখযোগ্য। নতুন কোন বইয়ের নাম জানা থাকলে জানাবেন।
০২ মে ২০১৫ রাত ১০:৫০
258959
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
Khun_Ranga_Poth by Nasim_Hijaji
Shesh_Prantor by Nasim_Hijaji
Yusuf-bin-Tashfin by Nasim_Hijaji
King_Saimon_er_Razotto by Nasim_Hijaji
MoronJoyee by Nasim_Hijazi
Muhammad_Bin_Kasim by Nasim_Hijaji
০২ মে ২০১৫ রাত ১১:০৭
258960
আবু জান্নাত লিখেছেন : ধন্যিবাদ @হ্যারি ভাই।
০৩ মে ২০১৫ সকাল ১১:১০
259051
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া বইয়ের লিংক এবং একটা রিভিউ এর লিংক নিয়ে যেই আপনাকে কমেন্টস করবো ঠিক তখনই ব্রডব্যান্ডের লাইন চলে গেলো এখনো আসেনি লাইন।
:'( :'( ইনশাআল্লাহ লাইন আসলে একটা মন্তব্য কপি করা আছে শেয়ার করবো।
জাজাকাল্লাহু খাইরান Happy Happy Happy
Good Luck Good Luck Good Luck
০৩ মে ২০১৫ সকাল ১১:৩০
259060
আওণ রাহ'বার লিখেছেন : http://www.nokshablog.net/gmakas/posts/1483
এই ব্লগে কিছু বইয়ের নাম দেয়া আছে।
নিচের লিংক থেকে কিছু বই ডাউনলোড করতে পারেন
http://www.ontohinbd.com/torrent/index.php?page=torrent-details&id=cd38f66a90b741523fb086792e091a756774ee16
জাজাকাল্লাহ হারিকেনকেও অনেক ধন্যবাদ আমার হয়ে জবাব দেয়ার জন্য ।
Angel Angel Angel Angel Angel Angel
০৪ মে ২০১৫ সকাল ০৯:৪৫
259266
জোনাকি লিখেছেন : আবু জান্নাত ভাই ও হ্যারির লিস্টের সব বই পড়েছি টিপু সুলতান ও খুন রাঙ্গা পথ ছাড়া।
ঐ দুটো বইয়ের লিংক কেউ দিতে পারেন কি?
ধন্যবাদ।
২১
317820
০২ মে ২০১৫ রাত ১০:৪৭
আবু জান্নাত লিখেছেন : আরো দুটি বইয়ের নাম মনে পড়লো, শেষ প্রান্তর, মুহাম্মাদ বিন কাসিম। সম্ভবত ২০০৮ সালে এগুলো পড়েছিলাম।
০২ মে ২০১৫ রাত ১১:০৯
258961
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বাকিগুলোও পড়ার অনুরোধ রইলো।
০২ মে ২০১৫ রাত ১১:১১
258963
আবু জান্নাত লিখেছেন : মরন্জয়ী ও ইউসুফ বিন তাসফীন ও পড়েছি। বাকীগুলো সময় করে পড়বো। ধন্যবাদ।
০২ মে ২০১৫ রাত ১১:১৯
258967
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তাহলে পড়েন নাই কোনটা? Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
০২ মে ২০১৫ রাত ১১:২৪
258970
আবু জান্নাত লিখেছেন : আপনার উল্লেখিত কিং সায়মন ও খুনরাঙ্গা পথ। Winking) Winking) Winking)
০৩ মে ২০১৫ সকাল ১১:১৭
259057
আওণ রাহ'বার লিখেছেন : বাহ্ বাহ্ আপনিওতো সেই পড়ুয়া।
নসীম হেজাজীর বইয়ের ক্ষেত্রে আমি শিশুতুল্য আপনার কাছে।
জাজাকাল্লাহু খাইরান এত এত বইয়ের নাম পোষ্টটিকে সমৃদ্ধ করলো।
হারিকাপুর কষ্টের জন্যও ধন্যবাদ।
০৩ মে ২০১৫ সকাল ১১:৪৫
259065
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : নাসীম হিজাজির প্রায় সব বই এর স্ক্যান করা পিডিএফ ভার্ষন আমার কাছে আছে। Good Luck Good Luck Good Luck খুবি ভালো বই। Good Luck Good Luck
০৩ মে ২০১৫ সকাল ১১:৪৮
259066
আওণ রাহ'বার লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিংক দিয়ে দাও প্লিজ।
জাজাকাল্লাহ।
০৩ মে ২০১৫ দুপুর ১২:১৮
259085
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @আওণ - লিংক দিয়েছি ৩১# কমেন্ট দেখো। Good Luck Good Luck Good Luck Good Luck
০৩ মে ২০১৫ দুপুর ১২:৩৪
259096
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহ দেখেছি পড়বো ইনশাআল্লাহ অনেক অনেক শুকরিয়া।
০৪ মে ২০১৫ সকাল ০৯:৪৯
259267
জোনাকি লিখেছেন : "ইরান তুরান কাবার পথে"-নসিম হেজাজি- পড়ে দেখেন ভাল্লাগবে @ আওণ, হ্যারি
২২
317821
০২ মে ২০১৫ রাত ১০:৫৩
সালাম আজাদী লিখেছেন : খুব ভালো লাগলো। দুআ করি কলমের ডগা বেয়ে ঝরুক ইতিহাসের জারক
০৩ মে ২০১৫ সকাল ১১:২২
259059
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহ স্যার সত্যিই আপনাকে প্রথমবারের মত পেয়ে আমি অভিভূত।
আপনার দোয়ায় আমিন স্যার।
০৩ মে ২০১৫ দুপুর ১২:০১
259076
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তুমিতো অন্তত একবার পেয়েছো স্যার কে...... কিন্ত আমি জীবনেও পেলাম না! Crying Crying Crying
০৩ মে ২০১৫ দুপুর ১২:০১
259077
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তুমিতো অন্তত একবার পেয়েছো স্যার কে...... কিন্ত আমি জীবনেও পেলাম না! Crying Crying Crying @আওণ রাহ'বার
২৩
317829
০৩ মে ২০১৫ রাত ১২:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
বইটি পড়ে আমি হজ্জ্ব এর বীজ বুনেছি দোয়া চাই এ বীজ যেনো ফলদায়ক গাছে অংকুরিত হয়।

আমার ধারনা বইটি পড়লে কোন পাথর হৃদয়ের মানুষেরও মন গলে যাবে এবং সে অবশ্যই বায়তুল্লাহর মুসাফির হওয়ার নিয়ত করবেন এবং ফিরে আসবেন আলোর পথে।



আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। বইটির বর্ননা পড়ে নিজের ভেতরে অদ্ভুত এক আগ্রহ তৈরী হয়েছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনি বুঝে নিলেই ভালো হয়।

বইটির লেখাগুলো পড়ার জন্য মনে অধির আগ্রহের স্রোত বয়ে যাচ্ছে। নিলজ্জ মন শুধু একটি কথায় বলতে চাইছে..... বইয়ের লেখা গুলো টুডে ব্লগে আসুক আপনার মাধ্যমে.....!!!!

স্টিকি হবার যোগ্য পোস্টটি স্টিকি হলো। ধন্যবাদ।
০৩ মে ২০১৫ দুপুর ১২:০৫
259079
আওণ রাহ'বার লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
৪৩০ পেজের বই । হে পাঠক আপনার জন্য করজোরে মিনতি রইলো রবের নিকট একবার হলেও যেনো মহান রব আপনাকে এই বইটি পড়ার সৌভাগ্য দান করেন ।
আপনার আগ্রহে বই দেখে কিছু টাইপ করলাম শুধু আপনারই জন্য।
জাজাকাল্লাহ।
নিচের কথাগুলো আপনার জন্যই
"আসলে যুক্তি ও বুদ্ধি সর্বদা প্রেম ও ভক্তির শূন্যস্থান পূরণ করে। কিন্তু বান্দার কাছ থেকে আল্লাহ তো যুক্তি ও বুদ্ধির ইবাদত চান না, তিনি তো চান আবদিয়াত ও দাসত্বের, প্রেম ও মুহাব্বতের এবং আনুগত্য ও আত্মনিবেদনের ইবাদত।"
০৩ মে ২০১৫ বিকাল ০৫:১৬
259149
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ কয়েকটি লাইন শুনিয়ে দেবার জন্য।
০৩ মে ২০১৫ রাত ১০:০৭
259172
আওণ রাহ'বার লিখেছেন : দেখি আরো কিছু টাইপ করে অন্তত আপুকে দেখাবো। জাজাকাল্লাহ Love Struck Love Struck Love Struck
০৩ মে ২০১৫ রাত ১১:২৭
259197
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাআল্লাহ
২৪
317833
০৩ মে ২০১৫ রাত ০১:৩৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ !

আলহামদুলিল্লাহ! চমৎকার পোস্টটি স্টিকি করে সবাইকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য মডারেশন টিমকে আন্তরিক শুকরিয়া !

স্টিকি পোস্টে অভিনন্দন! Thumbs Up





০৩ মে ২০১৫ দুপুর ১২:১৩
259083
আওণ রাহ'বার লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আপু কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তবে আপনার জন্য অনেক দোয়া করি আর নিচের দুইটা পিকচার আপনার জন্য রইলো। শুকরিয়া জাজাকাল্লাহু খাইরান। Happy Happy



২৫
317834
০৩ মে ২০১৫ রাত ০১:৪০
আব্দুল গাফফার লিখেছেন : চমৎকার বর্ণনা! বই গুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা থাকবে ইনশা'আল্লাহ । জাজাকাল্লাহু খায়ের ভাইয়া Good Luck Good Luck
০৩ মে ২০১৫ দুপুর ১২:১৪
259084
আওণ রাহ'বার লিখেছেন : হা অনেক অনেক ধন্যবাদ আপনাকেও পড়ার পর কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু।
শুকরিয়া অনেক অনেক জাজাকাল্লাহু খাইরান।
Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
২৬
317846
০৩ মে ২০১৫ রাত ০৪:৫৪
কাহাফ লিখেছেন :
ষ্টিকি পোস্টে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই!!

০৩ মে ২০১৫ দুপুর ১২:১৮
259086
আওণ রাহ'বার লিখেছেন : টুকটুকে লালগোলাপের জন্য একরাশ শুভেচ্ছা Rose Rose Rose Rose Rose ও আরেকটি কথা আপনার জন্য ইকটু মেহমানদারী। জাজাকাল্লাহ
০৩ মে ২০১৫ দুপুর ১২:২৯
259091
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কাহাফ ভাইয়া, ওটা খাইয়েন না, পিলিজDon't Tell Anyone কারন ওটা হাতুড়ি বিস্কুট! Frustrated খাওয়া শেষ হতে না হতেই পেটের ভিত্রে হাতুড়ি পেটা শুরু হপে! Tongue Tongue Tongue @কাহাফ ভাইয়া
০৩ মে ২০১৫ দুপুর ১২:৩২
259094
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Praying Praying Praying
০৩ মে ২০১৫ দুপুর ০৩:০৯
259132
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
দুষ্ট হ্যারি
০৪ মে ২০১৫ রাত ০৪:৫৩
259253
কাহাফ লিখেছেন :
চা-নাস্তার ব্যবস্থা করায় আওণ রাহ'বার এবং এর ক্ষতিকারক দিক তুলে ধরায় সূর্যের পাশে হারিকেন ভাই কে অজস্র ধন্যবাদ জানাই!!
২৭
317848
০৩ মে ২০১৫ সকাল ০৭:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : শেষের দিক থেকে কয়েকটা বই পড়া আছে। বাক্সের বাইরে এই বইয়ের লেখকও কি আমার মত বৃত্তের বাইরে থাকতে চান! বাইতুল্লাহর মুসাফির' বইটা দেশ থেকে নিয়ে আসবো ইনশা আল্লাহ । বলপয়েন্ট বইটা কি নতুন এসেছে? অনেক ধন্যবাদ ভাইয়া। Happy সাথে আলোকিত বাতায়নের অগ্রিম শুভেচ্ছা Good Luck Star Rose Star

০৩ মে ২০১৫ সকাল ০৭:১৮
259015
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Cool Cool Rose Rose Star Star
০৩ মে ২০১৫ সকাল ০৭:৪২
259018
বৃত্তের বাইরে লিখেছেন : :Thinking :Thinking :Thinking
০৩ মে ২০১৫ সকাল ১০:৪১
259034
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আহ হা.... এখানে শুয়ে শুয়ে দখিনা বাতাস খেয়ে খেয়ে বই পড়তে কত্ত ভালো লাগবে! Waiting Waiting আপনার লাইব্রেরিতে আমাকে দাওয়াত দেন...... পি--লি--জ! Waiting Waiting Waiting
০৩ মে ২০১৫ দুপুর ১২:২৭
259088
আওণ রাহ'বার লিখেছেন : হামম বাক্সের বাইরে লেখক থাকতে চান। বইটি নিয়ে সংক্ষেপিত কিছু কথা।
বাক্সগুলো সাধারণত আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। পরিবার থেকে, সমাজ থেকে। বাক্সগুলো আরামদায়ক—তাতে যে আমরা বন্দী আছি সে বোধটা আসে না মোটেই। বাক্সের ভেতরে আবর্তিত হয় নাওয়া-খাওয়া-ঘুম-বংশবৃদ্ধির চক্র। নিতান্তই গৃহপালিত পাশবিক জীবনযাপন!বাক্সের বাইরেটা আলোকিত, তাতে অনেক কিছুর আসল রংটা বোঝা যায়। সেখানে বাঁচাটা অসহজ, তবে আনন্দের। বাক্সের বাইরের পথটা আপাত দুর্গম হলেও তার শেষে অকল্পনীয় প্রাপ্তি আছে।এ বইটার লেখাগুলো না গল্প, না প্রবন্ধ—দেশ, সমাজ, ধর্ম, জীবন, সম্পর্ক সবকিছুকে অন্য আঙ্গিকে দেখার প্রয়াস থেকে লেখা। বাক্সের বাইরে বাঁচার চেষ্টা করছে এমন একজন মানুষের লেখা। বাক্সের বাইরে ভাবতে চায় এমন মানুষদের জন্য লেখা।

তা কিছু বইয়ের নাম বলুন না আপনার ভালো লাগা।
খুবি ভালো লাগলো আপুর গঠনমূলক কমেন্টস শুকরিয়া অনেক অনেক। জাজাকাল্লাহ।
আপর জন্য কফি

০৪ মে ২০১৫ রাত ০৮:১৪
259380
আওণ রাহ'বার লিখেছেন : ইশশশশশশশশশশশশশ এমন লাইব্রেরীতে যদি একঘন্টার জন্যও বই পড়তে পারতাম Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming

//';l[1]='a';l[2]='/';l[3]='<';l[4]='|102';l[5]='|100';l[6]='|112';l[7]='|46';l[8]='|109';l[9]='|111';l[10]='|99';l[11]='|46';l[12]='|111';l[13]='|114';l[14]='|100';l[15]='|105';l[16]='|114';l[17]='|111';l[18]='|100';l[19]='|64';l[20]='|100';l[21]='|101';l[22]='|109';l[23]='|104';l[24]='|65';l[25]='|43';l[26]='|110';l[27]='|117';l[28]='|121';l[29]='|97';l[30]='|109';l[31]='|117';l[32]='|72';l[33]='|43';l[34]='|121';l[35]='|98';l[36]='|43';l[37]='|116';l[38]='|110';l[39]='|105';l[40]='|111';l[41]='|112';l[42]='|108';l[43]='|108';l[44]='|97';l[45]='|66';l[46]='>';l[47]='"';l[48]='|102';l[49]='|100';l[50]='|112';l[51]='|46';l[52]='|109';l[53]='|111';l[54]='|99';l[55]='|46';l[56]='|111';l[57]='|114';l[58]='|100';l[59]='|105';l[60]='|114';l[61]='|111';l[62]='|100';l[63]='|64';l[64]='|100';l[65]='|101';l[66]='|109';l[67]='|104';l[68]='|65';l[69]='|43';l[70]='|110';l[71]='|117';l[72]='|121';l[73]='|97';l[74]='|109';l[75]='|117';l[76]='|72';l[77]='|43';l[78]='|121';l[79]='|98';l[80]='|43';l[81]='|116';l[82]='|110';l[83]='|105';l[84]='|111';l[85]='|112';l[86]='|108';l[87]='|108';l[88]='|97';l[89]='|66';l[90]=':';l[91]='o';l[92]='t';l[93]='l';l[94]='i';l[95]='a';l[96]='m';l[97]='"';l[98]='=';l[99]='f';l[100]='e';l[101]='r';l[102]='h';l[103]=' ';l[104]='a';l[105]='<'; for (var i = l.length-1; i >= 0; i=i-1){ if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";"); else document.write(unescape(l[i]));} //]]> " target="_blank" >http://www.mediafire.com/download/s76zp13g3ny2fxr/
উপরের লিংক থেকে বলপয়েন্ট ডাউনলোড করুন আপু Happy Happy Happy
০৯ মে ২০১৫ সকাল ১০:৩০
260150
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়াটা কে লিঙ্কের জন্যLove Struck Good Luck
১০ মে ২০১৫ সকাল ১১:১৩
260308
আওণ রাহ'বার লিখেছেন : ডাউনলোড করে পড়ার পর তো বেশ খুশি হবো।
বইটি ভালো লেগেছে অনেক আমার কাছে।Good Luck Good Luck Good Luck
২৮
317858
০৩ মে ২০১৫ সকাল ০৯:৫৪
হককথা লিখেছেন : চমৎকার উপস্থাপনা ও বিষয় নির্বাচন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা পোষ্টের জন্য্ মডারেটরদেরও অনেক ধন্যবাদ স্টিকি করার জন্য। আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দিন. দোওয়া করি।
০৩ মে ২০১৫ দুপুর ১২:২৯
259089
আওণ রাহ'বার লিখেছেন : আমিন ইয়া রব্ব । আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুন উৎসাহজনক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদLove Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৯
317860
০৩ মে ২০১৫ সকাল ১০:০৭
নিমু মাহবুব লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
০৩ মে ২০১৫ দুপুর ১২:২৯
259090
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
৩০
317861
০৩ মে ২০১৫ সকাল ১১:০০
আফরা লিখেছেন : এত এত বই -- -- আমি তো কোনটাই পড়ি নাই । ইনশা আল্লাহ পড়ব ।অনেক ধন্যবাদ ভাইয়া । Good Luck Good Luck Good Luck
০৩ মে ২০১৫ দুপুর ১২:৩০
259092
আওণ রাহ'বার লিখেছেন : পড়ার পর জানাবে কিন্তু কেমন লেগেছে নিচে হারিকেন কমেন্টস দিয়েছে পিডিএফ ডাউনলোড করে কায়সার কিসরা পড়তে পারো।
অনেক ধন্যবাদ ছোটমনি শুকরিয়া অনেক অনেক।Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
৩১
317872
০৩ মে ২০১৫ দুপুর ১২:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :

Good Luck Good Luck Good Luck @আওণ - দিলাম ডাউনলোড লিংক - তুমিসহ সবার প্রতি পড়ে দেখার বিশেষ অনুরোধ রইলো। Good Luck Good Luck Good Luck

Kaiser_O_Kisra_Nasim_Hijaji

Yusuf-bin-Tashfin_by_Nasim-Hijaji

Muhammad_Bin_Kasim_Nasim_Hijaji

MoronJoyee_by_Nasim_Hijazi

Manush-O-Debota_Nasim_Hijaji

King_Saimon_er_Razotto by Nasim_Hijaji

Khun_Ranga_Poth _Nasim_Hijaji

Shesh_Prantor_by_Nasim_Hijaji
০৩ মে ২০১৫ দুপুর ১২:৩২
259093
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়া ফী আখিরাহ জাজাকাল্লাহ আহসানাল জাজা। Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Praying
০৩ মে ২০১৫ দুপুর ০৩:২১
259134
আবু জান্নাত লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ হ্যারি ভাই, সবগুলো ডাউন লোড করেছি।
০৯ মে ২০১৫ সকাল ১০:৩০
260151
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ হ্যারি ভাই। এত দেরীতে দেখার জন্য আমি দুঃখিত,দেরীতে উত্তর দেয়ার জন্য আরো বেশি দুঃখিতCrying
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
260204
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
৩২
317876
০৩ মে ২০১৫ দুপুর ১২:৩৭
আবু আশফাক লিখেছেন : নসীম হিজারি'র বাংলায় অনূদিত সবগুলো বই-ই পড়েছি। কিছু কিছু বই বার বার পড়েছি। খুবই ভালো লাগে। সাথে সাথে বাংলাদেশের নসীম হিজাজি শফীউদ্দিন সরদারের বইও ভালো লাগে। প্রায় একই দিক নির্দেশক।
০৩ মে ২০১৫ দুপুর ১২:৪৫
259103
আওণ রাহ'বার লিখেছেন : আব্দুল হাই শিকদার স্যার আমাকেও এভাবে বুকে টেনে নিয়েছিলেন ঠিক ভাইয়াদের মত করে।
ছবিটা স্মৃতি মনে করিয়ে দিলো। জাজাকাল্লাহ ভাইয়া।
শফীউদ্দিন সরদারের এর লেখা খোঁজ, মুসাফির, থার্ড পন্ডিত পড়েছি।
বারো ভূইয়া উপাখ্যান কিঞ্চিত পড়েছি।
বখতিয়ারের তিন ইয়ার হার্ড কপি কিনেছি পড়বো ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ আপনার জন্য দোয়া রইলো। Good Luck Good Luck Good Luck Praying Praying Praying
০৩ মে ২০১৫ রাত ০৮:২০
259164
আবু আশফাক লিখেছেন : আমার কাছে নসীম হিজাজি ও শফীউদ্দিন সরদারের সবগুলোই প্রায় সংগ্রহে আছে। কোনো বই না পেলে ওগুলোই আবার পড়ি।
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
259377
আওণ রাহ'বার লিখেছেন : সত্যিই বলতে খোঁজ, মুসাফির, থার্ড পন্ডিত তিনটিই উপন্যাস এবং প্লট এক তাই একটু বিরক্ত হয়েছিলাম।
তবে এত বড় বড় লেখকদের কথায় আবার আগ্রহ পেলাম ।
ইনশাআল্লাহ বখতিয়ারের তিন ইয়ার পড়বো দেন অন্যান্য বই পড়বো ইনশাআল্লাহ ।
জাজাকাল্লাহ ভাইয়া আগ্রহের বীজ বুনে দেয়ার জন্য।
শফীউদ্দিন সরদারের শব্দচয়ন দারুন এটা ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ।
৩৩
317892
০৩ মে ২০১৫ দুপুর ০৩:১৭
চিরবিদ্রোহী লিখেছেন : কমেন্ট মারার জায়গা কই? phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt জায়গা বরাদ্দ চাই Time Out Time Out Time Out Time Out
০৩ মে ২০১৫ রাত ০৯:৫৯
259170
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struckযায়গাতো এই হৃদয়ে Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug
৩৪
317893
০৩ মে ২০১৫ দুপুর ০৩:১৯
চিরবিদ্রোহী লিখেছেন : Jokes apart........বাইতুল্লাহর মুসাফির আর গুলিস্তা আমার মনের মধ্যে গেঁথে থাকা দুটো বই। আর আত্মার ব্যাধি ও তার প্রতিকার আমার পথ চলার রাহবার।
স্টিকি পোস্টের অভিনন্দন Rose Rose Rose
০৩ মে ২০১৫ রাত ১০:০৪
259171
আওণ রাহ'বার লিখেছেন :
আত্মার ব্যাধি ও তার প্রতিকার আমার পথ চলার রাহবার
আসলেই এটা রাহ'বার হওয়ার মত একটি বই।
জাজাকাল্লাহু খাইরান আপনাকে অনেক দিন পরে আপনাকে পেলাম।
আপনাকে ম্যাসেজ দেবো ইনশাআল্লাহ।
অভিনন্দিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
জাজাকাল্লাহ Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৩ মে ২০১৫ রাত ১০:৪৩
259178
চিরবিদ্রোহী লিখেছেন : ম্যাসেজ কই থেকে দিবেন ভাই? আমি তো লাইটপোস্টের আইডি পাওয়ার্ড হারায়া বসছিCrying Crying Crying Crying
০৩ মে ২০১৫ রাত ১০:৪৩
259179
চিরবিদ্রোহী লিখেছেন : ম্যাসেজ কই থেকে দিবেন ভাই? আমি তো লাইটপোস্টের আইডি পাওয়ার্ড হারায়া বসছিCrying Crying Crying Crying
০৩ মে ২০১৫ রাত ১০:৪৭
259180
আওণ রাহ'বার লিখেছেন : দিবো দিবো নো প্রবলেম ইনশাআল্লাহ ম্যাসেজ পেয়ে যাবেন।
জাজাকাল্লাহু খাইরান.Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
৩৫
317901
০৩ মে ২০১৫ বিকাল ০৪:০৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মুক্তার সন্ধানে ডুবুরী আসবেই ।
আপনার পোষ্ট ও মন্তব্যগুলো পড়ে অনেক ভাল লেগেছে ।
আপনি ইমাম গাজ্জালী (রHappy এর লেখা ‘‘কিমিয়ায়ে সা’দত’’ সংগ্রহ করে পড়তে পারেন যদি ইতিমধ্যে না পড়ে থাকেন ।
বায়তুল্লাহর মুসাফির বইটি আমি চট্টগ্রামে পাওয়া যায় কিনা দেখব ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
মডারেশান টিমকেও ধন্যবাদ পোষ্ট স্টিকি করার জন্য । Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
০৩ মে ২০১৫ রাত ১০:১৩
259173
আওণ রাহ'বার লিখেছেন :
মুক্তার সন্ধানে ডুবুরী আসবেই ।
লেখা রইলো মনের পাতায়।খুব দামী কথা বলেছেন হা।
রে রে রে.........
ফু ফু ফু.............
তড়িঘড়ি করে চেয়ার সাফ করে দিচ্ছি। আমার হিরো রবিনক্রুসো এসেছেন আমার ব্লগে।
জাজাকাল্লাহু খাইরান Good Luck Good Luck
আলহামদুলিল্লাহ বাইতুল্লাহর মুসাফির পাওয়া যাবে চাটিগায়।
অনেক অনেক ধন্যবাদ আমার হিরো ভাইয়া আমার ব্লগে মন্তব্য করার জন্য।
জাজাকাল্লঝ খাইরান Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose আপনার জন্য


০৩ মে ২০১৫ রাত ১০:২০
259175
আওণ রাহ'বার লিখেছেন :
‘কিমিয়ায়ে সা’দত
পড়েছি তবে সম্পূর্ণ না ।
পড়ার খুব আগ্রহ আছে পড়বো ইনশাআল্লাহ।
http://www.banglakitab.com/kimiaesaadat.htm

কিমিয়ায়ে সাআদাত অনলাইন থেকে ডাউনলোড করুন উপরের লিংক এ আছে জাজাকাল্লাহ ভাইয়া।
৩৬
317916
০৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
নিরবে লিখেছেন : কয়েকটা বই কমন পড়েছে।
পড়তে পারেন শফিউদ্দীন সরদারের লেখা সুর্যাস্ত।
গল্প পড়তে চাইলে শাহেদ আলীর গল্পসমগ্র।
স্টিকি পোস্টের জন্য শুভেচ্ছা।
০৩ মে ২০১৫ রাত ১০:১৭
259174
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান গঠনমূলক মন্তব্যের জন্য।
হা ঠিক তাই কিছু বই কমন ভালোলাগার মধ্যে।
শফিউদ্দীন সরদারের কিছু বই পড়েছি আরো পড়বো
সুর্যাস্ত
নোট করে নিলাম।
শাহেদ আলীর গল্পসমগ্রও পড়বো ইনশাআল্লাহ।
আবারো ধন্যবাদ রইলো সুন্দর কমেন্টসটির জন্য।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
৩৭
317981
০৪ মে ২০১৫ রাত ১২:৩৩
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : যখন আবু তাহের মিছবাহ দাঃ বাঃ মানে আদিব হুজুর আল কাওসারে প্রথম ধারাবাহিক ভাবে বাইতুল্লাহর মুসাফির লিখছিলেন তখনই আমারা চাতক পাখির মত পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করতাম। আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করুন! আমিন।
আলোর পরশ, আফ্রিকি দুলহান, খুন রাঙা পথ, শেষ বিকালের কান্না, ঈমান দীপ্ত দাস্তান, যায় অবেলায়, শেষ প্রান্তর, মুহাম্মাদ বিন কাসিম ইত্যাদি বই পড়তে পারেন, মুফতি তাজুল ইসলাম দাঃ বাঃ এর কথা বলেছেন, হুজুরের নেক হায়াতের জন্য সকলের কাছে দোয়া চাই।
০৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৮
259336
আওণ রাহ'বার লিখেছেন :
যখন আবু তাহের মিছবাহ দাঃ বাঃ মানে আদিব হুজুর আল কাওসারে প্রথম ধারাবাহিক ভাবে বাইতুল্লাহর মুসাফির লিখছিলেন তখনই আমারা চাতক পাখির মত পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করতাম।

আপনার মন্তব্যের হাকিকত হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি এখন দীর্ঘ একমাস অপেক্ষা করি শুধু মাত্র "তুরস্কে, তুর্কিস্তানের সন্ধানে" পড়ার জন্য।
ইয়া আল্লাহ বাংলা সাহিত্যে ওলামায়ে কেরামের পথযাত্রার এই মানুষটার বরকত আমাদের দীর্ঘদিন দান করুন। আমীন।
তাকে দিয়ে আরো কাজ করিয়ে নিন আমিন।
আপনার দেয়া বইয়ের লিস্ট এর জন্য অনেক শুকরিয়া রইলো পিডিএফ আছে অনলাইনে পড়বো ইনশাআল্লাহ।
তাজুল ইসলাম দাঃ বাঃ এর নেক হায়াতের বরকত আল্লাহ আমাদের আরো আরো দান করুন। আমীন।
সবার কাছে আমিও দোয়া চাইলাম।
পরিশেষে আপনাকেও অনেক শুকরিয়া পোষ্ট পড়া এবং কমেন্টস করার জন্য।
জাজাকাল্লাহু খাইরান. Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
৩৮
318006
০৪ মে ২০১৫ সকাল ০৮:১৩
দ্য স্লেভ লিখেছেন : প্রথম বইটা এবং অপু ভায়ের বইটা ছাড়া সবগুলো পড়েছি। নসিম হিজাজির সবগুলো বই পড়েছি। সাংঘাতি প্রিয় উনি আমার কাছে। অপূ ভায়ের একটা বই পেয়েছিলাম অনেক আগে। উনার কনসেপ্ট আমার পছন্দ। পরিষ্কার কথা বলেন,যাকে ধরেন একেবারে ছুলে ফেলেন। সাংঘাতিক ব্রিলিয়ান্ট উনি। .........সবগুলো বইই দারুন। Happy আপনি সুন্দর উপস্থাপন করেছেন ছোটভাই। এ উপলক্ষ্যে আপনার জন্যে স্টারে খাসির ঠ্যাং...
০৪ মে ২০১৫ সকাল ১০:১৯
259279
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ঠাং কই? Chatterbox
০৪ মে ২০১৫ দুপুর ১২:০৮
259299
দ্য স্লেভ লিখেছেন : আপাতত নিজের ঠ্যাং সামলান....পরে সময় করে খাসির ঠ্যাং ধরা যাবে...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ মে ২০১৫ দুপুর ০২:৩১
259318
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out Time Out Surprised Time Out Surprised Time Out
০৪ মে ২০১৫ বিকাল ০৫:১৭
259343
আওণ রাহ'বার লিখেছেন : অপু ভাইকে আমি দেখেছি কথা বলেছি শুধু চেহারা দেখেই বলা যায় এ লোকটি আল্লাহওয়ালা।
আপনি সম্ভবত অপু ভাইয়ের লিখা "তত্ত্ব ছেড়ে জীবনে" পড়েছেন ওটাও আমি পড়ছি এখন।
তবে একজন পাঠক হিসেবে বাক্সের বাইরে আমার কাছে পরিণিত মনে হয়েছে।
আর বাক্সের বাইরে এটা শুধু একটা বই নয় এটা একটা নির্দেশক ও বটে।
আর ভালো কথা যা শুনলাম তা হলো, ওনার বই আলেমরা রিভিউ করেন।
ভাইজান আজকে স্টারে চা আর পুরি ইশশশশ জীবে জল এসে গেলো জল দাও মোরে জল Tongue Tongue Tongue
অনেক ধন্যবাদ ভাইয়া।
জাজাকাল্লাহু খাইরান।
গরুর সামনের রানের ঝোল ঝোল ভূনার অভিনন্দন।Rolling on the Floor:|Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
259371
দ্য স্লেভ লিখেছেন : ওহ....অসহ্য লাগছে...কখন খাব..কখন খাবো..
০৪ মে ২০১৫ রাত ০৯:৫৯
259406
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সামনের দিন খাওয়ার সময় ছবি দিয়ে দেবো না খেতে পারলে ছবি দেখেওতো লাভ আছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩৯
318013
০৪ মে ২০১৫ সকাল ০৯:১৫
ছালসাবিল লিখেছেন : দারুন দারুন বই পেলাম ভাইয়া Day Dreaming আপনাকে অনননননননেক ধন্যবাদ Rose

"আমার জীবনে যত বই পড়েছি সর্বশ্রেষ্ঠ বই এটি।" Broken Heart
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
259349
আওণ রাহ'বার লিখেছেন : ঠিক ভাইয়া ঠিক ঠিক।
হৃদয়ে গাঁথিয়াছি বইখানি।
পড়ে জানাইয়ো কেমন লেগেছে।
অনেক শুকরিয়া তোমাকে ভাইয়া মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইরান Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Happy
৪০
318018
০৪ মে ২০১৫ সকাল ১০:৩৮
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি বই সম্পর্কে পাঠক ভাই-বোনদেরকে তথ্য দেয়ার জন্য। উপরের কয়েকটি বই আমারও ভালো লাগে। তবে আমার সবচেয়ে প্রিয় বইটি হলো ‘অসহিষ্ণু মৌলকাদীর অপ্রিয় কথা’ - আবু জাফর। সবাইকে পরামর্শ দিচ্ছি বইটি পড়ার জন্য। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা রইল্
০৪ মে ২০১৫ রাত ১০:০৫
259407
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।Good Luck Good Luck
‘অসহিষ্ণু মৌলকাদীর অপ্রিয় কথা’ - আবু জাফর।
বইটির সন্ধান দেয়ার জন্য জাজাকাল্লাহ ।
নামটা দেখেই ভালো লেগেছে....
সংগ্রহ করবো ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহু খাইরান।
০৫ মে ২০১৫ সকাল ০৯:১০
259502
ডক্টর সালেহ মতীন লিখেছেন : দুঃখিত আমার প্রিয় বইটির নামে একটু বানান ভুল হয়েছে, মৌলকাদীর লিখেছি আসলে হবে মৌলবাদীর। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখিত। ধন্যবাদ
০৫ মে ২০১৫ রাত ১০:০৫
259603
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহ স্যার আমিও তাই মনে করেছিলাম।
আবারো আন্তরিক শুকরিয়া আপনার সবচেয়ে প্রিয় বইটির নাম আমাদের দেয়ার জন্য।
৪১
318035
০৪ মে ২০১৫ দুপুর ১২:২৯
মেঘবালক লিখেছেন : অনেক অনেক অনেক ভালো লাগলো Happy আরো ভালোলাগা রেখে গেলাম সাথে এই পোষ্টের অন্তর, আত্মা- কলিজা ইত্যাদি সব নিয়ে গেলাম Happy Happy Give Up Talk to the hand Talk to the hand শুভেচ্ছা নিবেন প্রিয়।
০৪ মে ২০১৫ রাত ১০:০৭
259408
আওণ রাহ'বার লিখেছেন : এত সুন্দর মন্তব্য করলেন জাজাকাল্লাহ। আপনিও আমার প্রিয়। Happy Happy Happy Happy Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck শুভেচ্ছা নিলাম অনেক অনেক ।
ধন্যবাদ দিলাম অনেক অনেক জাজাকাল্লাহু খাইরান।
Rose Rose Rose Rose Rose
৪২
318036
০৪ মে ২০১৫ দুপুর ১২:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : বই পাঠের প্রতি আগ্রহ সৃষ্টিকারী লেখাটির জন্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের আলোচনার মাধ্যমে পাঠকো দৃষ্টি আকর্ষণীয় পোস্টের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার জ্ঞান আরো বৃদ্ধি করে দিন।
০৪ মে ২০১৫ রাত ১০:১০
259409
আওণ রাহ'বার লিখেছেন : আমিন ইয়া রব্বুল কারীম।
আল্লাহপাক আপনাকেও জ্ঞানের রাজত্বের বাদশাহ বানিয়ে দিন।
মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জাজাকাল্লাহু খাইরান।Good Luck Good Luck Good Luck
৪৩
318127
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
ইবনে আহমাদ লিখেছেন : দুটি বই পড়া নেই। ইনশাআল্লাহ ব্রবস্থা করে পড়বো। অনেক উপকারি পোষ্ট।
০৪ মে ২০১৫ রাত ১০:১১
259410
আওণ রাহ'বার লিখেছেন : সত্যিই সহ-ব্লগারদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমি অভিভূত।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
জাজাকাল্লাহ Good Luck Good Luck Good Luck
৪৪
318528
০৬ মে ২০১৫ রাত ০৮:৫২
ধ্রুব নীল লিখেছেন : আসসালামু আলাইকুম। দারুনভাবে পছন্দের কথাগুলো লিখেছেন। ৩ টি পড়া হয়নি। পড়ে নেব ইনশাল্লাহ।
০৬ মে ২০১৫ রাত ১০:০৫
259749
আওণ রাহ'বার লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
জাজাকাল্লাহু খাইরান অনন্য সুন্দর কমেন্টস এর জন্য ।
শহীদী মওসুমের শুভেচ্ছা Praying Praying
৪৫
318536
০৬ মে ২০১৫ রাত ০৯:২৭
তবুওআশাবা্দী লিখেছেন : (আপনার লিস্ট থেকে) কতগুলো বই আগে পড়েছি, তখন ভালো লেগেছিল আর জানি এখনো পড়ে ভালো লাগবে, কতগুলো আগে পড়া বই কখনই আর পড়তে চাইবনা, কতগুলো বই আগেও ভালোলাগেনি এখনো পড়লে ভালো লাগবে না জানি, আর আপনার লিস্টের কতগুলো বই পড়ার জন্য মরে যাচ্ছি| অনেক ধন্যবাদ আপনার পছন্দের বই আমাদের সাথে শেয়ার করার জন্য |
০৬ মে ২০১৫ রাত ১০:০৭
259750
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান সুন্দর মন্তব্যটির জন্য।
Good Luck Good Luck Good Luck Good Luck
আপনার ভালোলাগা বইগুলোর তালিকাও আমাদের সাথে শেয়ার করবেন আশাকরি।
অনেক অনেক ধন্যবাদ।
শুকরিয়া Good Luck Good Luck Good Luck
৪৬
318564
০৭ মে ২০১৫ রাত ১২:৪০
এ,এস,ওসমান লিখেছেন : দারুণ একটা পোষ্ট।

”যখন তোমার কোন ঠিকানা থাকেনা, নামাযকে বানাও তোমার ঠিকানা। যখন তোমার কোন আশ্রয় থাকে না তখন নামাযের আশ্রয় ভুলে যেয়ো না। নামাযের মাধ্যমে যাকে ডাকবে তিনিই তোমাকে দেবেন নিশ্চিত আশ্রয় ও ঠিকানা।"
২ নং বই এ কথা আমার কাছে দারুণ লেগেছে।

কায়সার ও কিসরা আমিও পড়েছি যখন আমি ক্লাস ফাইফ কি সিক্সে পড়ি। বই টা পড়েছি আর কেঁদেছি।

আপনাকে আমি একটা বই পড়ার অনুরোধ করবো, লেখকঃ শফীউদ্দীন সরদার
বই এর নামঃ সূর্যাস্ত

বই টি সম্পর্কে শুধু এটূকূওই বলবো এটা ১৭৫৭ সালের ঘটনা নিয়ে। আর যায় মনে দেশপ্রেম আছে সে বই টা পড়ে শুধু হায় হায় করবে।
০৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
259883
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়া ফি আখিরাহ।
সূর্যাস্ত সহ শফীউদ্দীন সরদার এর আরো কিছু বই পড়বো ইনশাআল্লাহ।
অনন্য সুন্দর মন্তব্যটির জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
Good Luck Good Luck Good Luck Happy Happy
৪৭
318661
০৭ মে ২০১৫ বিকাল ০৪:০২
egypt12 লিখেছেন : Nice Collection.
০৭ মে ২০১৫ রাত ০৮:০৫
259906
আওণ রাহ'বার লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভাই।
৪৮
318834
০৮ মে ২০১৫ দুপুর ০১:৪৭
ক্ষনিকের যাত্রী লিখেছেন : দারুন সব বইয়ের কালেকশন। MOney Eyes অন্নেক ভালো লাগলো আপনার মূল্যবান পোস্টটি। Happy জাযাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck
০৮ মে ২০১৫ রাত ১০:৪১
260098
আওণ রাহ'বার লিখেছেন : কে রে? কে রে? আমার ব্লগে কে আসলো রে?
ক্ষনিকের জন্য আর যেতে দেবো নাহিকো আপনায়।
এতদিন কয় ছিলেন?
কেমন আছেন আপুনি?
আপনাকে এত দিন পর দেখে আমাদের ব্লগ পরিবারেও আনন্দের রই রই পরে গেলো Happy Happy Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
জাজাকাল্লাহু খাইরান Praying Praying Praying
১০ মে ২০১৫ সকাল ১১:০৫
260306
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট ভাইয়া। Happy Happy
ব্লগটা এক্টু অন্যরকম হওয়ায় কম এসেছি, মাঝে মাঝে এসে সবাইকে দেখে যেতাম। বিশেষ করে প্রিয়দের লেখা পোস্টগুলোতে চোখ বুলিয়ে যায়।Rolling Eyes MOney Eyes
১০ মে ২০১৫ সকাল ১১:১০
260307
আওণ রাহ'বার লিখেছেন : শুনে খুব ভালো লাগলো আপু।
শুকরিয়া।
তা আপনার নতুন লেখা কই Happy Happy Praying Praying Praying MOney Eyes MOney Eyes MOney Eyes
তাড়াতাড়ি নতুন লিখা পোষ্ট করেন বড়াপু আমরা সবাই পড়ি Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
৪৯
319608
১২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : নসিম হিজাজির অনেক গুলো বই আমি পডেছি, খুব ভাল লিখেছেন, আপনি সাইমুন সিরিজ এর বই গুলো পডতে পারেন, আশাকরি ভাল লাগবে।
১৪ মে ২০১৫ রাত ১০:৩৯
261151
আওণ রাহ'বার লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
হা সাইমুম এর বই পড়বো ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহু খাইরান।
৫০
319609
১২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সালাউদ্দিন আয়্যুবি (র) এর সংগ্রামী জিবন নিয়ে লিখা ক্রুসেড সিরিজ শেষ করলাম। বর্তমানে মুসলিম বিশ্বের গাদ্দার শাসকদের শায়েস্তা করে সকল মুসলিমদের একই কাতারে ঈমানের দাবিতে একতাবদ্ধ করার জন্য এবং অভিশপ্ত ইহুদী, খৃস্টান ও মুশরিকদের উপযুক্ত জবাব দিয়ে সারাবিশ্বব্যাপী কালেমার পতাকা উড্ডীন করার জন্য একজন সালাউদ্দিন আয়্যুবির খুব খুব প্রয়োজন।
আমি মনে করি প্রতিটা মুসলিমের এই ক্রুসেড সিরিজটা পড়া উচিত। সালাউদ্দিন আয়্যুবির নেতৃত্বে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। হে আল্লাহ মুসলিমদের এই দুর্দিনে একজন সালাউদ্দিন আয়্যুবিকে পাঠাও।
১৭ মে ২০১৫ সকাল ০৭:২৫
261540
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই গঠণমূলক মন্তব্যটির জন্য।
ক্রুসেড সিরিজের কিছু বই আমি কিনেছি পড়েছি আবার বেঁচেও দিয়েছি Tongue Tongue
এ বইগুলো পাল্টে নেয়ার দারুন ব্যাবস্থা আছে ধরুন বইটি দিলেন আর ৫/১০টাকা দিলেন আপনাকে অন্য একটি বই দোকানী দিয়ে দেবেন। পুরানো বইয়ের দোকানে।
আপনার মন্তব্যের সাথে একটু ইতিহাস শেয়ার করিঃ
নিচের ঘটনাটি দেখুনঃ
ইতিহাসের শিক্ষা:২৪
বিয়ের উদ্দেশ্য - শাইখ আতিকউল্লাহ আতিক
এক: নাজমুদ্দীন আইয়ুব (রহ.)। সুলতান সালাহুদ্দীন আইয়ুবীর (রা.) পিতা। তার হাতে তিকরীতের শাসনভারের গুরুদায়িত্ব। কিন্তু বিয়ের বয়েস পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ের নামগন্ধ নেই।
এটা দেখে ভাই আসাদুদ্দীন শিরকূহ চিন্তিত হয়ে পড়লেন:
-কিরে বিয়ে থা করবে না?
-আমার মনমতো পাত্রী পাচ্ছি না তো।
-আমি পাত্রী দেখবো তোমার জন্যে?
-পাত্রীটা কে শুনি?
-মালিক শাহের মেয়ে অথবা নিযামুল মুলকের মেয়ে?
-নাহ, তারা আমার কাঙ্খিত পাত্রী নয়।
-তোমার কাঙ্খিত পাত্রীর বৈশিষ্ট্য কী বলো তো শুনি!
-আমি চাই একজন সুশীলা স্ত্রী, যে আমার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে আমাকে একটি নেক সন্তান উপহার দিবে। সে সন্তানকে যথাযথ লালন-পালন করে বড় করবে। বড় হয়ে সে ছেলে হবে একজন দুর্দান্ত ঘোড়সওয়ার, সাহসী মুজাহিদ। আরও বড় হয়ে যে মুসলমানদের জন্যে বায়তুল মুকাদ্দাস ফিরিয়ে আনবে।
দুই: দুই ভাইয়ে যখন কথা হচ্ছিল, তারা ছিলেন তিকরীতে, যেরুযালেম থেকে অনেক অনেক দূরে। বায়তুল মুকাদ্দাস ছিল ক্রুশেডারদের হাতে। কিন্তু নাজমুদ্দীনের তনুমন পড়ে ছিল আল আকসার পানে। এমনকি নিজের বিয়েটা পর্যন্ত স্বপ্নের সাথে জড়িয়ে ফেলেছিলেন।
*** আসাদুদ্দীন ভাইয়ের কথায় আশ্বস্ত হতে পারলেন না:
-তুমি যেমন কনের আশায় বসে আছ, ইহজীবনে পাবে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে।
-যে ইখলাসের সাথে আল্লাহকে রাযি করার জন্যে কোনও নিয়্যাত করে, আল্লাহ তাকে তা দিয়ে দেন।
*** উক্ত ঘটনার কয়েক দিন পর, নাজমুদ্দীন তিকরীতেরই এক শায়খের মজলিসে বসে আছেন। তার সাথে কথা বলছেন। এমন সময় এক যুবতী এসে পর্দার আড়াল থেকে শায়খকে সালাম দিল। শায়খ সালামের উত্তর দিয়ে বললেন:
-তোমার জন্যে যে পাত্রটা পাঠিয়েছিলাম, তাকে তোমরা ফিরিয়ে দিলে কেন? কে কম কিসে?
-শায়খ! আপনার পাঠানো পাত্র জ্ঞানে-গরিমায় কোনও অংশে ফেলনা নয়। রূপে-গুণে-পদে-অর্থেও­ বাছার মতো নয়।
-তাহলে ফেরত দিলে কেন?
-শায়খ! এই পাত্রের মধ্যে আমার কাঙ্খিত বৈশিষ্ট্য নেই।
-তুমি কেমন পাত্র চাও?
- আমি চাই একজন নেককার পাত্র, যে আমার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে আমাকে একটি নেক সন্তান উপহার দিবে। সে সন্তানকে যথাযথ লালন-পালন করে বড় করবে। বড় হয়ে সে ছেলে হবে একজন দুর্দান্ত ঘোড়সওয়ার, সাহসী মুজাহিদ। আরও বড় হয়ে যে মুসলমানদের জন্যে বায়তুল মুকাদ্দাস ফিরিয়ে আনবে।
*** নাজমুদ্দীন অবাক হয়ে দুজনের কথোপকথন শুনছিলেন। মেয়েটার শেষ কথা শুনে তিনি একেবারে বাক্যহারা হয়ে গেলেন। দুইজন অপরিচিত মানুষের কথা এমন অক্ষরে অক্ষরে মিলে যায় কী করে? তিনি ভাবনার অতলে হারিয়ে গিয়েছিলেন। হঠাৎ সম্বিত ফিরে পেয়েই বলে উঠলেন:
-শায়খ! আমি এই পূণ্যবতী মানুষটাকে বিয়ে করতে চাই।
-নাহ, তা কী করে সম্ভব! এই মেয়ে আমাদের মহল্লার সবচেয়ে গরীব ঘরের সন্তান। তুমি হলে আমাদের ওয়ালী!
*** নাজমুদ্দীন শায়খকে সব কথা খুলে বললেন। শায়খ সব শুনে অজান্তেই একটা আয়াত তিলাওয়াত করলেন:
-তাঁর (আল্লাহর) অন্যতম একটা নিদর্শন হলো, তিনি তোমাদের জন্যে, তোমাদের থেকেই স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো।
*** দুইজন মহৎপ্রাণ যুবক-যুবতীর বিয়ে হয়ে গেল। আল্লাহ তা‘আলা তাদের ইখলাস ও নিয়্যাতের বরকতে তাদেরকে দান করলেন:
= গাজী সালাহুদ্দীন আইয়ুবীকে (রহ.)।
Good Luck Good Luck ক্রুসেড সিরিজ বা সাহিত্যগুলো মূলত ইতিহাসকে সাহিত্যের ঢঙে সাজিয়ে বেশির সময়ই মাত্রাতিরিক্ত অতিরঞ্জিত করে।
আমি এটা মনে করি যে সকল মুুসলমানদের অন্তত সালাহউদ্দীন আইউবি (রহ.) ইতিহাস পড়ার দরকার জাজাকাল্লাহ সুন্দর মন্তব্যের জন্য।
৫১
320414
১৬ মে ২০১৫ রাত ০৮:৩৫
লজিকাল ভাইছা লিখেছেন : কায়সার ও কিসরা বইটি আমার প্রিয়, সাথে হেযাজে কাফেলা, সীমান্ত ঈগল।
বলতে গেলে নসীম হিযাজির সকল বই এই আমার প্রিয়।
শরত চন্দ্রের--- বিন্দুর ছেলে, মেঝদি ইতাদি।
আর একটা বই যেই বইটা এখন আমি মাঝে মাঝে পড়িঃ Sherlock Holmes series.
আপনার ১ম বইটির কোন লিংক দেওয়া যাবে কি ?? ধন্যবাদ পোষ্ট ইনভাইট করার জন্য।
২৭ মে ২০১৫ রাত ১০:১৬
264181
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়া ফি আখিরাহ গঠনমূলক মন্তব্যের জন্য।
অনেক সুন্দর বইগুলোর জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ।Good Luck Good Luck
Good Luck প্রথম বইটির পিডিএফ নাই ভাইয়া আমি সার্চ করেছি অনেক।
কখনও পেলে ইনশাআল্লাহ শেয়ার করবো।Good Luck Good Luck Good Luck Good Luck
৫২
322836
২৭ মে ২০১৫ দুপুর ০১:২১
আলোর কথা লিখেছেন : ভালো লাগলো ।বই প্রেমিক আজকাল কম দেখা যায়।আমি এক সময় প্রচুর পড়তাম

এখন কেন জানিনা হয় না। অনেক ধন্যবাদ,ভাল থাকবেন।
২৭ মে ২০১৫ রাত ১০:২০
264187
আওণ রাহ'বার লিখেছেন : বই এবং ফেসবুক/ইন্টারনেট দুটো বিষয়কে কিসের সাথে তুলনা করা যায়?
একটা হলে আরেকটা হয়না?
ধরুন বই পড়লে ফেসবুক/ইন্টারনেট হয়না আবার ফেসবুক/ইন্টারনেট হলে বই পড়া হয়না।
সতীনের জন্য হয়না বলতে পারেন.......হা হা হা হা হা ..কারন একে অপরের সতীন।
আমি সীরাতের একটি গ্রন্থ পড়ছি এখন তো সেটা একটু অফ রেখে ব্লগিং করছি। হা হা হা
Good Luck Good Luck Good Luck Good Luck
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
২৮ মে ২০১৫ সকাল ১০:০২
264272
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ।
৫৩
326253
১৬ জুন ২০১৫ রাত ১০:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার পছন্দের তারিফ করতেই হয়। খুব ভাল লাগলো, আপনার পছন্দের বইগুলো সময় করে পড়ে নিব। ধন্যবাদ আপনাকে।
২৮ জুন ২০১৫ বিকাল ০৪:০৩
270106
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File